২৮ নভেম্বর, ২০২৪ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়া-টেকনাফে নুরে মদিনা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

হুমায়ূন রশিদ,(টেকনাফ): মিয়ানমার হতে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে উখিয়া টেকনাফে পালিয়ে আসা স্বজন হারানো ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক আর্ত মানবতার সেবাই নিয়োজিত সংগঠন নুরে মদিনা ফাউন্ডেশন (ইউকে)।
জানাযায়,২১সেপ্টেম্বর সকাল হতে সন্ধ্যা পর্যন্ত উখিয়া উপজেলার বালুখালী বস্তি,কুতুপালং নতুন বস্তি,থাইংখালী,পালংখালী,টেকনাফের ঊনছিপ্রাংয়ের রইক্ষ্যং, লেদা, নয়াপাড়া ও শাহপরীরদ্বীপে অবস্থানরত রোহিঙ্গা নারী-পুরুষ শিশুদের মধ্যে শুকনো খাবার,ঔষুধ সামগ্রী,ছাতা,বাঁশ,পলিথিন, স্যানিটেশন ও টিউবওয়েল বিতরণ করে এবং হত-দরিদ্র রোহিঙ্গাদের মধ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন নুরে মদিনা ফাউন্ডেশন (ইউকে)এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,চ্যানেল আইয়ের ইউরোপের ইসলামিক ডিপার্টমেন্ট প্রধান ও মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ্ব শফিকুর রহমান বিপ্লবীর নেতৃত্বে ফাউন্ডেশনের প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন নুরে মদিনা ফাউন্ডেশনের (ইউকে) সিলেট প্রতিনিধি উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী,বাংলা টিভি (ইউকে) সিলেট প্রতিনিধি নাজমুল ইসলাম মকবুল,কক্সবাজার জেলা প্রতিনিধি মাষ্টার আবুল হোসাইন হেলালী,কর্মী আব্দুস সোবহান আল কাদেরী,আবু তালহা সোয়াইব, জুনাইয়েদ আহমদ,মঈনুল ইসলাম ও সেলিম আহমদ প্রমুখ। এসময় নুরে মদিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন,মিয়ানমার সেনাবাহিনীর অমানবিক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের এই বিপদের দিনে আমরা নুরে মদিনা ফাউন্ডেশন সব সময় পাশে আছি এবং থাকব। তাদের প্রয়োজনে যা করার তাই আমরা করে যাব ইনশল্লাহ। বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিয়ে মানবিক সহায়তা প্রদান করায় অত্র সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও জনসাধারণের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরো মুসলিম বিশ্বকে মজলুম রোহিঙ্গাদের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি। মুসলিম নির্যাতনের জন্য সেদেশের উগ্রপন্থী সৈন্যদের আর্ন্তজাতিক আদালতের মাধ্যমে বিচারের সম্মুখীন করে কঠোর শাস্থির দাবী জানান। অবিলম্বে এই মজলুম রোহিঙ্গাদের নাগরিকত্বসহ যাবতীয় সুযোগ-সুবিধা দিয়ে স্বদেশে ফেরত নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। উল্লেখ্য এই সংগঠন বেশ কয়েকদিন যাবত উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থানে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।