নিজস্ব প্রতিবেদকঃ গত (৩০ অক্টোবর) সোমবার মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ত্রাণ বিতরণ শেষে দেশনেত্রী সাংবাদিকদের সাক্ষাৎকার দেন। এমতা অবস্থায় এক সাংবাদিক ভাইয়ের নিউজ কভারেজ করতে কষ্ট হচ্ছিলো। এই দৃশ্য চোখে পড়তেই একজন সাচ্চা জাতীয়তাবাদী বিএনপি নেতা সেলিম সিরাজী এগিয়ে আসেন। তিনি আর চেয়ে না থেকে নিজ কাঁধে তুলে নিলেন সাংবাদিক ভাইকে। লক্ষ্য ছিলো খালেদা জিয়ার নিউজ যেন সব চ্যানেল আর মিডিয়া কভারেজ করতে পারে। যেন সাক্ষাতকার দেশের জনসাধারন দেখে, শুনে সব বুঝতে পারেন। দেশনেত্রী ও দলের প্রতি প্রানোচ্ছাসিত ভালবাসা দেখিয়ে তিনি এই কাজটি করেছেন।
বিরল দৃষ্টান্ত সৃষ্টিকারী সেলিম সিরাজী ছাত্রদলের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা পেরিয়ে এখন উপজেলা বিএনপির সহ- দপ্তর সম্পাদকের দায়িত্বে আছেন।
একজন সাংবাদিককে উপজেলা বিএনপির নেতা কাঁধে নিতে দেখে অবাক হওয়ার কিছু নেই। অবাক হওয়ার কথাও না। কেননা, জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মী নিজ নিজ অবস্থান থেকে দলের জন্য সর্বোচ্চ কিছু করতে চেষ্টা করেন। তিনিও তাই করেছেন। দলের প্রতি যাদের অঘাত ভালবাসা রয়েছে তারাতো এসব করবেই।
দলের প্রতি নিজের সর্বোচ্চ ভালবাসার স্থান থেকে শ্রদ্ধা দেখানো সেলিম সিরাজীরা এমনই। যে দলে সেলিম সিরাজীদের মতো এমন হাজারও ডেডিকেটেড কর্মী আছে সে দলকে ঠেকিয়ে রাখবে এমন সাধ্য কারও নেই। এমন মন্তব্য করেন ছাত্রদল থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে সেলিম সিরাজীকে নিয়ে লেখা কিছু স্ট্যাটাসে অনেকই মন্তব্য করেন এই ঘটনাকে কেন্দ্র করে তাকে রাষ্ট্রীয় ভাবে পুরস্কিত করা হউক। এমনকি অনেকে গভীরভাবে শ্রদ্ধা ও ভালবাসা জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।