২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়া সরকারী গোপার্ট দখল মুক্ত, ইউ.এন.ওর প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ


উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁপালং গ্রামের সরকারী খাস (গোপার্ট) ও জনসাধরণের চলাললের রাস্তা অবৈধ দখলের ঘটনায় দীর্ঘদিন থেকে চলা বিবেধমান সমস্য সমধানের জন্য উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন, উপজেলা ভূমি কমিশনার নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম এবং সদস্য স্বপন শর্মা রণির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। ঘটনার সামধানের জন্য গতকাল ৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈন উদ্দিন এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করায় তারা তাদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন।
এলাকাবাসীরা জানান, জনচলাচলের রাস্তা সরকারী খাস (গোপার্ট) একই এলাকার মৃত নিবারণ শীল এর পুত্র বাবু লাল মোহন শর্মা অবৈধ ভাবে দখল করে রাখছিল দীর্ঘ ৩ যোগের অধিক সময় ধরে। উক্ত সরকারী খাস জায়গা (গোপার্ট) উদ্ধার ও সাধারণ জনগণ চলাচলের সুবিদার জন্য একই এলাকার গোরাঙ্গ শর্মা, নির্মল শীল, সুর্জিত শীল ও পলাশ শর্মা বাদি হয়ে এলাকাবাসীর পক্ষে উখিয়া উপজেলার নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি কমিশনার অভিযোগটি আমলে নিয়ে উভয় পক্ষকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ডেকে সামাধানের জন্য গত ১০ জানুয়ারি শুনানী অনুষ্টিত হয়। শুনানীতে উপজেলা ভূমি কমিশনার নুর উদ্দিন মোহম্মদ শিবলী নোমান উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল সরজমিনে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। এই সময় তিনি আগামী ৩দিনের মধ্যে সরকারী খাস (গোপার্ট) রাস্তাটি জনস্বার্থে উম্মুক্ত করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।