২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

উখিয়ার উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি বদি

নিজস্ব প্রতিবেদকঃ উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেছেন, উখিয়ার উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আরো নিষ্ঠার সাথে কাজ করতে হবে। আগামী নির্বাচনের আগে অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে হবে। তিনি আজ বুধবার দুপুরে উখিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, গত ২৫ আগস্ট থেকে উখিয়া-টেকনাফে সৃষ্ট রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে সামাজিক-অর্থনৈতিক নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নিরাপত্তা নিয়ে সবাই শংকিত। তাই রোহিঙ্গা ক্যাম্প এলাকা গুলোতে আরো কঠোর নজরদারির আওতায় আনতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজ করা এনজিওতে নিয়োগ নিয়ে স্থানীয়দের নানা ভাবে বঞ্চিত করা হচ্ছে। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, এসব এনজিওদের নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার না দিলে এনজিওদের প্রতিহতের ঘোষনাও দেন।
এর আগে এমপি বদিকে ফুল দিয়ে বরন করে নেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান।
এসময় আরো বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উখিয়া থানার ওসি (তদন্ত) কায় কিসুলু, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালংয়ের চেয়ারম্যান শাহ আলম সহ সরকারী পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।