কক্সবাজারের উখিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলে মানবপাচারকারী চক্র ও তাদের গডফাদাররা ঝুকিপূর্ণ সাগরপথে মানবপাচার করেই যাচ্ছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এক প্রকার প্রকাশ্যেই চালছে সাগর পথে মানবপাচার। দেশব্যাপী সাগর পথে মানবপাচার নিয়ে প্রশাসনের অভ্যান্তরে তোলপাড়া ও হৈচৈ পড়ে গেলে কিছুটা মানবপাচার হ্রাস পায়। প্রশাসনের অভিযানে ভাটা পড়ার সুযোগে মানবপাচারকারীরা বর্তমানে আবারো সক্রিয় হয়ে উঠেছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৩৮৫ জন চিহ্নিত পাচারকারী দেশব্যাপী পুরোদমে মানবপাচারে সক্রিয় হয়ে উঠায় এখানকার জনসাধারণ রীতিমত উৎকণ্ঠিত হয়ে উঠেছে।
বিশেষ করে জালিয়াপালং ইউনিয়নের উপকূলীয় সোনারপাড়া, ইনানী, ডেইলপাড়া, মোঃ শফির বিল, মনখালী, ছোয়াংখালী, ছেপটখালী ,পাটোয়ার টেক সহ বিশাল সমুদ্র তীরবর্তী এলাকা জুড়ে শক্তিশালী আদম পাচারকারী চক্র সক্রিয় রয়েছে। প্রসাশন এসব আদম পাচারকারীদের ব্যাপারে অবগত থাকলেও মাসিক মাসোহারা পাওয়ার কারনে চিন্থিত আদম পাচারকারীরা বহাল তবিয়তেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। উপকুলীয় এলাকার লোকজন জানায়, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া আদম পাচার বেড়ে যাওয়ায় তারা রীতিমত উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়েছে। জনপ্রতি মাত্র ১০/২০ হাজার টাকা নগদ নিয়ে পাচার
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।