নিজস্ব প্রতিবেদক : উখিয়ার অন্যতম অাধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্টান পাগলির বিল দাখিল মাদ্রাসার জেডিসি ও পিএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্টান ও পরীক্ষা সামগ্রী উপহার উপলক্ষ এক অালোচনা সভা মাদ্রাসা সুপার মাওলানা অাবু বরদা মুহাম্মদ নোমানের সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে ২৮ অক্টোবর সকাল ১১টায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার দাতা ও অন্যতম প্রতিষ্ঠাতা, পাগলির বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: (পাবসস) সাধারণ সম্পাদক, সমাজসেবক হাজী ছৈয়দ হোসাইন। বিশেষ মেহমান ছিলেন- পাগলির বিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশিষ্টি শিক্ষানুরাগী বাবুল লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী বাবুল মিয়া মাহমুদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার হাফেজ মাওলানা অাবুল হোসাইন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সুপার মাওলানা মুজাম্মেল হক, শিক্ষক খাইরুল হক, মাওলানা মো: ইসমাঈল, কামরুন নাহারসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ। দোয়া অনুষ্টান শেষে বাবুল লাইব্রেরীর সৌজন্যে জেডিসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।