দেশের খাদ্যে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ এলজিইডি’র ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প খাদ্য উৎপাদনে ব্যাপক অবদান রেখেছে। উখিয়ার বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত ৪টি রাবার ড্যামে চাষাবাদ করে ইতিমধ্যেই আত্মনির্ভরশীল হয়েছে এলাকার হাজারো প্রান্তিক, ক্ষুদ্র ও বর্গাচাষী। সর্বোপরি হরিণমারা খালের উপর নির্মানাধীন রাবার ড্যামের উন্নয়ন কাজ সম্পন্ন হলে ৪টি রাবার ড্যামের আওতায় অতিরিক্ত ৫ হাজার একর জমিতে বোরো চাষাবাদ শাক-সবজ্বি উৎপাদন সম্ভব হবে বলে আশা করছেন এলাকার কৃষক।
নির্মাণাধীন হরিণমারা ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ঘুরে দেখা যায়, ৪ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় বরাদ্ধে রাবার ড্যামের উন্নয়ন কাজ চলছে জোরেসোরে। ঠিকাদার আবুল বাশার রুদ্রা জানান, আগামী মৌসুমে এ রাবার ড্যামের আওতায় বোরো চাষাবাদ করা সম্ভব হবে। হরিণমারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল কবির জানান, এ রাবার ড্যামের আওতায় হরিণমারা খালের উপর যে ব্রীজটি নির্মাণ করা হচ্ছে তা এলাকার যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে। তিনি বলেন, এ রাবার ড্যামের আওতায় খালের দু’পারে কৃষি-মৎস্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, দারিদ্র হ্রাসসহ ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।