২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

উখিয়ার ৫ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩২৫ জন

exam_53998
পহেলা নভেম্বর মঙ্গলবার থেকে ৭ম বারের মত শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জেডিসি) পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর। ফলাফল ৩০ শে ডিসেম্বর প্রকাশ করা হবে। ১ম দিনেই জেএসসিতে বাংলা ১ম এবং জেডিসিতে কোরআন মজিদ ও তাযবীদ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে উখিয়া উপজেলা প্রশাসন শিক্ষা অফিসের পক্ষ থেকে কেন্দ্র সচিব ও হল সুপারদের সাথে এক মতবিনময় সভায় মিলিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কোন ধরনের অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন বলে কেন্দ্র সচিবরা এ প্রতিনিধিকে জানিয়েছেন। উখিয়ার ৫টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৩ হাজার ৩ শ ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে জেএসসিতে ২ হাজার ৭শ ১২ জন ও জেডিসিতে ৬ শ ১৩ জন। উখিয়ার ৫টি কেন্দ্রগুলো হল উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৩২০ জন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯০০ জন কুতুপালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৩০ জন ও পালং আদশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬২ জন ও রাজাপালং ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আবুল হোসাইন সিরাজী বলেন, পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নির্বিঘেœ পরীক্ষা নেওয়া হবে। উখিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া বলেন, পরীক্ষা কেন্দ্র গুলোর সার্বিক বিষয় নজরদারীতে থাকবে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, ৫টি কেন্দ্রে যথা সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উখিয়ার ৫ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৩২৫ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।