২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

উখিয়ায় অতিবর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে স্কাস


সংবাদদাতা:
উখিয়ায় অতিবর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংস্থা- সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা( স্কাস)।
রবিবার (৮ আগস্ট)সকালে রাজাপালং ২ নং ওয়ার্ডের শতাধিক পরিবারেরর মাঝে এ ত্রাণ সহায়তা দেয়া হয়।

স্কাসের উদ্দেগে অসহায় এসব মানুষের মাঝে পৌঁছে দেয়া হয় চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, তৈল, লবন সহ নিত্যপ্রয়োজনীয় পন্য। দূর্ভোগ, করোনার এই মহামারির সময়ে সাহায্য পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ। ত্রাণ নিয়ে আসা মাহমুদা বেগম জানান- বন্যায় দু’ দফায় ৫ দিন পানি বন্দি ছিলাম। ঘরের চুলায় আগুন জ্বলেনি।এখন পানি নেমে গেছে। স্কাসের পক্ষ থেকে চাল, ডাল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় পন্য পেয়েছি। এই সব নিয়ে পুরো পরিবার সপ্তাহ খানেক চলতে পারব।

সুজাত উদ্দীন জানান, বন্যায় ঘরে পানি উঠে সব কিছু শেষ হয়ে গেছে। স্কাসের দেয়া ত্রাণ পেয়ে অন্তত: সন্তানদের মুখে কিছু আহার তুলে দিতে পারব।

এদিকে বেসরকারি সংস্থা- সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা-স্কাস চেয়ারপার্সন জেসমিন প্রেমা বলেন- বরাবরের মতোই তাঁরা দায়িত্ব হিসেবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে নিজস্ব তহবিল থেকে সহযোগিতার করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন জেসমিন প্রেমা।

ভবিষ্যতে স্কাস অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে বলেও মন্তব্য করেন তিনি।এসময় তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানান।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য মো: সালাহ্ উদ্দীন। বক্তব্যে তিনি বলেন, এবারের বন্যায় তার এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।তিনি সমাজের বিত্তবানদের অসহায় এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর তৌহিদুল মোস্তফা।
উল্লেখ্য, ইতিপূর্বে উখিয়ায় বন্যায় ভেসে যাওয়া নিহত তিন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছিলো সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা( স্কাস)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।