২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়ায় চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম

ফারুক আহমদ , উখিয়া :
বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম মঙ্গলবার উখিয়ায় ব্যস্তসময় পার করেছেন। সদ্য বিশ্ব ব্যাংকে নির্বাহী পরিচালক পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ শফিউল আলম দুপুরে নিজ জন্মভূমি রুমখা পালং মাতব্বর পাড়ায় নবনির্মিত শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিস হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি এক্সরে বিভাগ, ল্যাবরেটরি বিভাগ, ডক্টর রুম, ইসিজি বিভাগ, জেনারেল ওয়ার্ড সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিল্লোল বিশ্বাস সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার আব্দুল মতিন,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুউজ্জামান চৌধুরী সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফখরুল ইসলাম, কক্সবাজার পরিবেশ অধিদপ্তর উপ পরিচালক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাবুদ আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
বেলা তিনটায় মন্ত্রিপরিষদ সচিব কোট বাজার শহীদ এটিএম জাফর আলম বয়স্ক শিক্ষা কমপ্লেক্স পরিদর্শন করেন।
এছাড়াও রুমখা ক্লাসপাড়া শহীদ এটিএম জাফর আলম স্কুল এন্ড কলেজ এবং রামু উপজেলার খুনিয়া পালং শহীদ এটিএম জাফর আলম মাল্টি ডিসিপ্লিন একাডেমি পরিদর্শন করেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।