২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

উখিয়ায় -টেকনাফ মাদকের করাল গ্রাস থেকে কলঙ্কমুক্ত করতে চাইঃ মাদক বিরোধী মানববন্ধন বক্তারা

উখিয়ার মরিচ্যা বাজারে মাদক, সন্ত্রাস,নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে বক্তারা বলেছেন,মাদক কে না বলুন,মা কে মা বলুন,একটি সুস্থ, সুন্দর পরিবার, জাতি,সমাজ ও রাষ্ট্র গঠনে সুস্থ মানুষের প্রয়োজন। ব্যক্তি সুস্থ্য হলে পরিবার সুস্থ্য হবে। পরিবার সুস্থ্য হলে জাতি সুস্থ্য হবে। জাতি সুস্থ্য হলে সমাজ সুস্থ্য হবে। সমাজ সুস্থ্য হলে রাষ্ট্র সুন্দর হবে।  বর্তমান প্রেক্ষাপটে উখিয়া -টেকনাফ মাদকের ছোবলে আক্রান্ত। ইয়াবা সহ অন্যান্য মাদকের জোয়ারে ভাসছে উখিয়া -টেকনাফ। আর এসব মাদকের কাছে অতিউৎসাহী জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জড়িয়েছে। ফলে জাতীয় পর্যায়ে  পর্যন্ত উখিয়া -টেকনাফের ভার্বমুতি প্রশ্নবিদ্ধ করেছে। মাদকের করাল গ্রাসে জাতি আজ বিপর্যস্ত। সমানতালে জঙ্গীবাদ, সন্ত্রাস ,নাশকতারও প্রভাব রয়েছে। এসব থেকে উত্তরণে আজকের এই মানববন্ধন। উখিয়া উপজেলার প্রত্যান্ত অঞ্চলের হলদিয়া পালং ইউনিয়ন থেকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ শুরু হয়েছে। এই প্রতিবাদী কন্ঠ উখিয়া -টেকনাফের মানুষ কে জাগ্রত করবে। শনিবার বিকাল ৩টা থেকে হলদিয়া পালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন খন্ড -খন্ড মিছিল সহকারে এসে মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধন  এক সময় জনশ্রুোতে রুপ নেয়। উখিয়া উপজেলা মাদক,সন্ত্রাস,নাশকতা ও জংগীবাদ বিরোধী ( মরিচ্যার)    মানববন্ধন ও সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেছেন বক্তারা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া -টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা মাদক,সন্ত্রাস নাশকতা ও জংগীবাদ বিরোধী কমিটির প্রধান সমন্বয়কারী,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি আলহাজ্ব শাহ আলম চৌধুরী (রাজা শাহ আলম) ,উপজেলা কমিটির আহবায়ক কবি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, ছাত্রলীগ সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান সহ আওয়েমীলীগ,অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,সাংস্কৃতিক, সামাজিক ও সুশীল সমাজ নেতৃবৃন্দ গণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মানববন্ধন টি কক্সবাজার -টেকনাফ সড়কের মরিচ্যা বাজারের প্রায় ২কিলোমিটার জুড়ে রচিত হয়। এতে হাজার -হাজার মাদক বিরোধী মানুষের সমাগমে জনসভায় পরিনত হয়। নানা বর্ণের ব্যানার,ফেস্টুন ও স্টিকার হাতে ছাত্র, যুব,কৃষক, শ্রমিক, আবালবৃদ্ধ জনতার ঢল নামে। ফলে মাদক বিরোধী জনতায় প্রমাণ করে উখিয়া -টেকনাফের
মানুষ ইয়াবা ও মাদকের কলংক নিয়ে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। উখিয়া- টেকনাফের যত ৰড় শক্তিশালী ইয়াবা ও মাদক ফাদার থাকুক না কেন? তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।