২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২ | ২৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

উখিয়ায় ধর্ষিতার আকুল আবেদন আলমগীরকে গ্রেপ্তার করা হউক

বার্তা পরিবেশক : উখিয়ার পশ্চিম হলদিয়া ডাকুয়াপাড়ায় মোহাম্মদ ইসলাম এর মেয়ে ইয়াছমিন আক্তারকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন একই পাড়ার বদি আলমের ছেলে আলমগীর। ঘটনার পর থেকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।মামলার একবছর পরেও গ্রেপ্তার না হওয়ায় অনিশ্চিয়তায় মধ্য আছে ধর্ষিতার পরিবার। এখন ধর্ষক আলমগীর গ্রেপ্তার এড়িয়ে বিদেশ পাড়ি দেওয়ার হুমকি দিচ্ছে নিয়মিত।
সূত্রে জানা যায়, ২০১৬ সালেল ২০ অক্টোবর আনুমানিক ৫টায় আলমগীর (২০) বাড়িতে আসে। তখন ইয়াছমিন আক্তার (১৯)কে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে । এই নিয়ে আলমগীর এর পিতা বদি আলমকে ধর্ষিতার পিতা নালিশ দিলে বদি আলম ধর্ষিতার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিলে ইয়াছমিন আক্তারের পরিবার কোর্টে গিয়ে আলমগীর (২০), পিতা বদি আলম কে ১নং আসামি এবং বদি আলম (৪৮) পিতা-মৃত নুর আহম্মদ ২নং সর্ব সাং পশ্চিম হলদিয়া ডাকুয়া পাড়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার মামলা দায়ের করেন কোর্ট মামলাটি আমলে নিয়ে উখিয়া থানা বরাবর মামলা তদন্তের জন্য প্রেরণ করেন। মামলা নং জি,আর ২৫৪/১৬ ইং । তদন্ত পূর্বক ঘটনার সত্যতা প্রকাশ ফেলে উখিয়া থানার তদন্ত অফিসার বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালত বরাবর অভিযোগ পত্র নং- ১৫ তারিখ ০২/০২/১৭ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/০৩) এর ৯(১)/৩০ দাখিল করেন। যথারীতিতে মামলার আসামী পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। কিন্তু অজানা কারণে অদ্যাবধি পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় ধর্ষিতা ইয়াছমিন আক্তারে পরিবার অনিশ্চয়তা আছেন। সূত্রে জানা যায় আসামি আলমগীর এবং তার পিতা বদি আলম প্রকাশ্য হাটবাজারে ঘুরে বেড়াচ্ছেন। বিদেশ পাড়ি দিয়ে বাদিনীকে মজা দেখাবেন বলে হুমকিধমকি দিয়ে বেড়াচ্ছেন। ধর্ষিতা ইয়াছমিন আক্তার আসামিগনকে গ্রেপ্তার করে ন্যায় বিচার পাওয়ার জন্য পলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট মহলের কাছে আকুল আবেদন জানাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।