২৭ ডিসেম্বর, ২০২৪ | ১২ পৌষ, ১৪৩১ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  পানির ট্যাংকে লুকিয়ে থেকে ও শেষ রক্ষা হলো না কাবেরী’র   ●  কক্সবাজারের অগ্রগতি ও উন্নয়ন থমকে দিচ্ছে রোহিঙ্গা সমস্যা – শাহজাহান চৌধুরী   ●  উখিয়ায় বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ এর কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে   ●  রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ২, পুড়লো ৫ শতাধিক ঘর   ●  তিন সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী থানায় অভিযোগ   ●  উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে টিসিবি পণ্য জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদন্ড   ●  নূরসানা মোর্শেদ পিউলির ঘরে অন্যরকম আনন্দ   ●  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উখিয়ার বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের   ●  “নূরসানা মোর্শেদ পিউলির বৃত্তি লাভ”   ●  এসপি হলেন সীমান্ত উপজেলার বাহারছড়ার সন্তান মোঃ সাইফুল্লাহ

উখিয়ায় বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ এর কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সোমবার সকালে উখিয়ার মরিচ্যা স্টেশনে বর্ণাঢ্য র‍্যালীর মধ্যে দিয়ে শুরু হয় বৃহত্তর হলদিয়া ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা মরিচ্যা জিএমএস কমিউনিটি সেন্টারে বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও ওলামা পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ আবদুল গফুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ ও যুগ্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ ইসমাঈল এর সঞ্চালনায় যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, দপ্তর সম্পাদক মাওলানা হাফেজ মফিজুর রহমান।

সাংগঠনিক সংগীত পরিবেশন করেন ওয়ার্ড শাখার স্বাংস্কৃতিক সম্পাদক মাওলানা তাহের মাহমুদ।

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ শাহ্ জরারিয়া বালিকা মাদ্রাসার সুপার মাওলানা ছানা উল্লাহ।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জামিয়া ইমাম মুসলিম সেন্টারের শায়খুল হাদীস ও উলামা পরিষদের মান্যবর সভাপতি মাওলানা মুফতি আবদুল গফুর নদীম।

সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উলামা পরিষদের অন্যতম উপদেষ্টা সদস্য মাওলানা গোলাম আকবর খাঁন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুফতি মুসলিম উদ্দিন ও মাওলানা ক্বারি শিব্বির আহমদ।

ওয়ার্ড দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আলী আহমদ, সভাপতি, ৪নং ওয়ার্ড (পাতাবাড়ি) শাখা। মাওলানা রেজাউল করিম, সহ-সভাপতি, ৭নং ওয়ার্ড (সাবেক রুমখাঁ) শাখা। মাওলানা মুফতি নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ৩নং ওয়ার্ড (উত্তর বডবিল) শাখা।

সহযোগি সংগঠন হিসেবে অংশগ্রহন করেন হলদিয়া পালং ইসলামি দাওয়াতি কাফেলার সদস্যবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, সকল শ্রেণির আলেম ওলামাদের ঐক্যই হচ্ছে বাস্তব শক্তি। সমাজের অপসংস্কৃতি দূর করতে হলে ঐক্যের বিকল্প নেই। দলমত নির্বিশেষে সবাইকে মিলে একমত হতে হবে। যারা সমাজে উশৃংখল পরিবেশ তৈরি করে তাদেরকে ওলামাদের পক্ষ থেকে সামাজিকভাবে বয়কট করতে হবে। একটি উশৃংখল জাতি যখন সামাজিক শাস্তির আওতায় আসবে ইনশাআল্লাহ পুরো সামাজ- পরিবর্তন হতে বাধ্য হবে।

প্রধান আলোচকের বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে আলেম ওলামাদের ভূমিকা অপরিহার্য। আলেম সমাজই পারে সমাজকে সুশৃঙ্খল জাতি হিসেবে পরিবর্তন করতে। আলেম সমাজ হচ্ছে জাতির মডেল। সাধারণ মানুষ আলেমদের আইডল হিসেবে গ্রহণ করবে তখনই কেবল যখন তারা নিজেদেরকে রসুলুল্লাহ (সা:) এর আদর্শের উপর অটল থাকবে। মসজিদের মিম্বার আলেম সমাজের অধিকারে। খতীব সাহেবগণ মসজিদের মিম্বার থেকে যে কথাগুলো প্রচার করবেন; সাধারণ জনগণ সেই সব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে সচেষ্ট থাকবে। মাদক একটি মরন নাশক ব্যাধি। আলেম সমাজের দায়িত্ব হচ্ছে, দাওয়াতের মাধ্যমে বিপদগ্রস্ত জাতিকে সুস্থ জিবনের দিকে ফিরিয়ে আনতে হবে। যুব সমাজের মাধ্যমে যেভাবে অতীত সময়ে বাতিল শক্তি পরাজিত হয়েছে, ঠিক একইভাবে ভবিষ্যতেও বাতিল শক্তি পরাজিত হবে। ইনশাআল্লাহ

চাকবৈটা দারুল হেদায়া মাদ্রাসার বার্ষিক সভা অনাকাঙ্ক্ষিত কারণে স্থগিত হওয়ায় বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের মঞ্চ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
দ্বীনি প্রতিষ্ঠান সমাজে আলোর দিশারি। ইসলামের তা’লীমি মারকাজ হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসায় রাতদিন কুরআন তিলাওয়াত হচ্ছে বিধায় ধারাবাহিক আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। কেউ মাদ্রাসা মসজিদ নিয়ে রাজনীতি করলে কোনভাবে বরদাশত করা হবে না মর্মে হুশিয়ারি প্রদান করা হয়।

পরিশেষে প্রধান অতিথির মোনাজাতের মধ্যে দিয়ে বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা সু-সম্পন্ন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।