২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

উচ্ছ্বাস ও তারুন্যের উম্মাদনায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্তি অনুষ্ঠান সম্পন্ন


‘শিকড়ের টানে প্রিয় প্রাঙ্গনে’ উখিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের (উসউবি) গৌরবের ৬০বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মাঝে ছিল র‌্যালি , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। র‌্যালির উদ্বোধন করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং বর্তমান কক্সবাজার কর্মাস কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজলুল করিম। র‌্যালিটি প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে উখিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উখিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি, পূর্তি উদযাপন কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, পূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, পূর্তি কমিটির কো-চেয়ারম্যান ও জাতীয়পার্টির উখিয়া উপজেলা সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ চৌধুরী, প্রাক্তন ছাত্র ও দৈনিক কালের কন্ঠের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার, এডভোকেট তোফায়েল আহমদ, টেকনাফ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ, এডভোকেট জমি উদ্দিন, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট আইয়ুবুল ইসলাম, ওসি মোঃ আইয়ুব, পূর্তি কমিটির সদস্য সচিব কাজী হেলাল উদ্দিন, দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশেল চৌধুরী সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মরত উচ্চ পর্দস্থ কর্তা-ব্যক্তি। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যারা সরকারি-বেসরকারি দপ্তরে উচ্চ পদে কর্মরত তাদেরকে এবং প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের দাতা, প্রতিষ্ঠাতা, প্রাক্তন শিকক্ষদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অঙ্গিকারাবব্ধ হন উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা। দুপুরে মধ্যহ্নভোজের পর শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।