প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টলবীর আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এক শোক বার্তায় সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বর্ণাঢ্য জীবনের এই রাজনীতিকের মৃত্যুতে চট্টগ্রামসহ বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে বিরাট শুন্যতার সৃষ্টি হয়েছে। শোক বার্তায় তিনি বৃহত্তর চট্টগ্রামের অন্যতম অভিভাবক আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।