আমি একজন মধ্যবৃথ্য পরিবারের নারী । আমার একটা মাত্র ছেলে নাম সিহাব । অনেক আদরে কষ্ঠে বড় করছি সিহাবকে । যেদিন সে প্রথম দিন কলেজে গিয়েছিল তখন মনে করেছিলাম ছেলেটা সত্যি বড় হয়ে গেছে। কলেজে তার অনেক বন্ধু, এর মধ্যে কিছু বন্ধু বাসায় আসত তবে তার একটা বন্ধু সোহাগ সব সময় আসত বাসায় । তারা দুই জন সিহাবের রুমে কি জানি আলাপ আলোচনা করত । আমাকে বুঝতে দিত না । এমনি কিছু দিন চলতে লাগল। এর মধ্যে হঠাৎ একদিন টিভিতে খবরের মধ্যে সোহাগকে দেখতে পেলাম, তাকে জঙ্গিবাদের জন্য আটক করা হয়েছে পুলিশ এবং তার সহযোগি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে এমন খবর শুনলাম । যখন নিহত লাশ টার ছবি দেখলাম হায় হায় এটা আমার নয়নের মনি সিহাব। সোহাগের সাথে মিশতে মিশতে আমার ছেলেটা কখন যে জঙ্গি হয়ে গেল বুঝতে পারলাম না । আজ আমার ছেলেটা আমার বুকে নাই । আজ আমার ছেলেটার ২৩তম জন্মদিন আজ তার জন্য আমার দুই চোখের পানি ছাড়া কিছুই নাই ।
তাই শুধু একটা কথা বলব আমার মত যেন আর কোন মায়ের কোল খালি না হয়, তাই নিজে সন্তান এর প্রতি দৃষ্টি রাখুন । সে কাদের সাথে মিশে ওরা কি ভাল নাকি খারাপ। ওদের প্রতি দৃষ্টি রাখার দায়িত্ব পরিবারের।
এই সব কষ্ট যাতে উখিয়া-টেকনাফের মায়েদের না হয়, তাই আবদুর রহমান বদি এমপি এই সব না হওয়ার জন্য অনেক প্রকল্প ও কাজ করা শুরু করেছেন। এখন থেকে উখিয়া-টেকনাফ হবে উন্নত ও শান্তির এলাকা।
সম্পাদনায়ঃ শহিদ রুবেল, স্পেশাল নিউজ রুম এডিটর, কক্সবাজার সময় ডটকম।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।