উখিয়া উপজেলার মরিচ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ফাহাদ ইসলামকে অপহরণের ১ মাস ৩ দিন পর পাবনা থেকে উদ্ধার করা স্কুল ছাত্রকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাত ৯ টায় উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের স্কুল ছাত্র ফাহাদ ইসলাম কে স্থানীয় ইউপি সদস্য এম মনজুর আলমের উপস্থিতিতে নানা আবুল কালামের কাছে তুলে দেন।
প্রসঙ্গত গত ২২ সেপ্টেম্বর স্কুলে আসার পথে শিশু শিক্ষার্থী ফাহাদ অপহরণের শিকার হয়। বিষয়টি উখিয়া থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়। অপহৃত শিশুটিকে দ্রুত উদ্ধারে জন্য জেলা পুলিশ সুপার ও র্যাবের সহযোগিতা চাওয়া হয়।
পরে সোমবার রাতে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধারের সময় অপহরকারী চক্রের সদস্যসহ মুন্নী বেগমকে আটক করতে সক্ষম হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।