নতুন করে তাকে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই,ইউএনও হিসেবে উখিয়া উপজেলায় যোগদান করার পর থেকে একের পর এক জনবান্ধব কাজ করে যিনি আলোচনায়।যাকে নিয়ে এত মাতামাতি,এত আলোচনা সেই ইউএনও মাঈন উদ্দিন এখন এতিম ও গরীব বান্ধব ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছেন উখিয়ার গনমানুষের কাছে।গরীব ও এতিমদের সহযোগিতায় তিনি সবসময় এগিয়ে এসেছেন,এখনো চালিয়ে যাচ্ছেন যেখানে পাচ্ছেন।
১৫ নবেম্বর তিনি কুতুপালং বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রীদের পড়ালেখার খোঁজখবর নেয়ার পাশাপাশি পোশাক আশাকের বিষয়টিও গভীরভাবে লক্ষ্য করেন।এক পর্যায়ে তিনি পিতৃহীন অসহায় ১৫ জন শিক্ষার্থীকে খুঁজে বের করে নতুন স্কুল ড্রেস সেলাই করে দেয়ার ব্যবস্থা করেন।এছাড়াও গত ৮ নবেম্বর তিনি অাকস্মিক উপকুলীয় ইউনিয়ন জালিয়াপালং এলাকার ছেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়েও ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি অসহায়,হতদরিদ্র,পিতামাতাহীন ৬ জন ছাত্রছাত্রীকে বাছাই করে পাশ্ববর্তী ষ্টেশনে নিয়ে নতুন স্কুল ড্রেস সেলাই করে দেওয়ার ব্যাবস্থা করে দেন।এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মোঃ মাঈন উদ্দিন বলেন,অামার ব্যক্তিগত বেতনের টাকা দিয়ে অসহায়,গরিব,এতিমদের জন্য কিছু করতে পারলে অামার খুব ভাল লাগে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।