কক্সবাজার সময় ডেস্কঃ তিন হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা সহোদরকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কাশেম (২৩) ও রাজা মিয়া (১৮)। এরা আপন দুই ভাই। তারা এক মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত দুই ভাই এক মাস আগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তারা টেকনাফের মোচনী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন। এর পর তারা ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন। টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে পাচার করতে যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।