৪ জানুয়ারি, ২০২৫ | ২০ পৌষ, ১৪৩১ | ৩ রজব, ১৪৪৬


এবার যে স্থানে মাহফিল করবেন মিজানুর রহমান আজাহারি

নিজস্ব প্রতিবেদকঃ

জনপ্রিয় ইসলামী আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী প্রথমবারের মতো আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী আসছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মাহফিলের আয়োজন করছে।

আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, শায়েখ মিজানুর রহমান আজহারী এবার দেশে মাত্র আটটি প্রোগ্রাম করার কথা বলেছেন। আমরা অনেক আনন্দিত, কারণ তিনি এই আটটি প্রোগ্রামের মধ্যে পটুয়াখালীতে পঞ্চম প্রোগ্রামটি রেখেছেন। ইতোমধ্যে শায়েখের পিএস প্রফেসর মোশারফ হোসেন স্যার পটুয়াখালীতে এসে জায়গা পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, শায়েখ (মিজানুর রহমান আজহারী) চতুর্থ মাহফিলটি লালমনিরহাটে করবেন। পঞ্চমটি আমাদের পটুয়াখালীতে করবেন।

এর আগে দীর্ঘ দিন পর দেশে ফিরে শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন তিনি। তার দ্বিতীয় মাহফিলটি সিলেটে হবে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।