১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

এবার লোহাগাড়ায় ডেঙ্গু রোগের হানাঃ ৭ মাসের শিশু সিয়াম আক্রান্ত

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ায় সাত মাসের শিশু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনস্হ প্রাইভেট হাসপাতাল লোহাগাড়া মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

ডেঙ্গু রোগে আক্রান্ত সিয়াম বিন ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ডামির ঘোনা বানুর বাপের বাড়ি এলাকার ওমর ফারুকে ছেলে।
ডেঙ্গু রোগে আক্রান্ত সিয়ামের মা ফাতেমা বেগম বলেন, গত কয়েক ধরে সিয়ামের প্রচুর জ্বর হয়। গত বৃহস্পতিবার ডা: শাহ আলমকে দেখালে তিনি ডেঙ্গু পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরিমর্শ দেন। পরীক্ষায় ডেঙ্গু রোগ সনাক্ত হয়। এখন সে ভাল আছে বলেও জানা তিনি।
লোহাগাড়া মেটারনিটি এন্ড জেনারেল হাসপাতালের ম্যানেজার মো: সাকিব হাসান বলেন, সিয়ামের ডেঙ্গু রোগ আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা চলছে।
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আতাউল করিম আরবি চিকিৎসার খোঁজ খবর নেন বলে হাসপাতাল সুত্রে জানা যায়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ হানিফ বলেন, প্রাইভেট হাসপাতালে ডেঙ্গু রোগীর সন্ধান পেয়ে হাসপাতালের একটি টিম রোগীর খোঁজ খবর নেন। প্রাথমিক ভাবে ডেঙ্গু রোগ সনাক্ত হল। লোহাগাড়ায় এটিই প্রথম ডেঙ্গু রোগী। রোগী মোটামোটি সুস্থ আছেন বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।