ফোর্বসের ওয়েবসাইটে মঙ্গলবার ২০১৫ সালের এই তালিকাটি প্রকাশ করা হয়েছে।
শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, ২০১৪ সালে স্বল্প ভোটারের অংশগ্রহণে সহিংস নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০০৯ সালে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
টানা দ্বিতীয় মেয়াদে তার জয়ী হওয়া নির্বাচন নিয়ে এতে লেখা হয়, শেখ হাসিনার ওই জয়কে বলা হয় ‘নির্বাচনী প্রহসন’। এছাড়া কেবল ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় নিহত হয় পাঁচ শতাধিক মানুষ।
এতে বলা হয়, জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে পাকিস্তান থেকে বাংলাদেশের আলাদা হয়ে যাওয়ার সময় একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসি গত ডিসেম্বরে কার্যকর করে হাসিনা সরকার।
ফোর্বস আরো লিখেছে, শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যিনি ১৯৭৫ সালে খুন হন।
এবারের তালিকায় মের্কেলের পরেই আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তৃতীয় অবস্থানে আছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস।
ফোর্বসের তালিকায় বিগত ১২ বছরে এবার নিয়ে ১০ বার জায়গা করে নিলেন অ্যাঙ্গেলা মের্কেল। এই ১০ বারের মধ্যে ৯ বারই তিনি প্রথম স্থান দখল করেছেন।
ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় এবার নতুন মুখ রয়েছে ১৯টি।
শীর্ষ নিউজ
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।