২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

এম.বি.এ ইটভাটার পক্ষ থেকে খুনিয়া পালংয়ে ১৫০ পরিবারের মধ্যে ত্রান বিতরন

পারভেজ হোসেন নোওসাদ ; বিশেষ প্রতিনিধি

করোনার ভয়াল থাবায় স্থবির হয়ে পড়েছে গোটা দেশ। কষ্টে আছে সাধারণ মানুষ । এরই মধ্যে চলছে মাহে রমজানে সিয়াম সাধনা। বিভিন্ন দোকানের পাশাপাশি খাবারের দোকানগুলো ও বন্ধ। বিভিন্ন কারণে রাত বিরাতে বাইরে থাকা অসহায় মানুষদের খাবার নিয়ে দূর্ভোগের শেষ নেই।

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত খুনিয়া পালং ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে চাউল, ছোলা সহ খাদ্য সামগ্রী বিতরন করা হয় তুলাবাগান (MBA) ইটভাটার পক্ষ থেকে। ১৪মে বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরন করেন। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ এবং MBA ইটভাটার স্বত্তাধিকারী ফতেখাঁরকুলের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম ভুট্রো। আরো উপস্থিত ছিলেন পরিচালক আবছার কোম্পানী, স্হানীয় ছৈয়দ আহমদ,হাফেজ উল্লাহ,জাকির হোসেন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ইটভাটার মালিকরা জানায় অসহায় ও শ্রমজীবী মানুষের উপর তাদের হক রয়েছে। তারা আরো জানায় সাধারণ মানুষের সেবা করতে তারা সব সময় প্রস্তুত এবং সবাইকে তাদের মত মানব সেবায় এগিয়ে আসার আহবান জানান।
চেয়ারম্যান তাদের ধন্যবাদ দিয়ে বলেন ইটভাটার মালিকরা তাদের সামাজিক দায়িত্ব পালন করতেছেন। সব ইটভাটার মালিকদের (MBA) ইটভাটার মালিকের ন্যায় দানশীল ও সমাজ সেবক হতে বলেন এবং বিত্তবানদের নিম্নবিত্তদের সহযোগিতায় এগিয়ে আসতে বলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।