১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১ | ১১ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

এমপি অাবদুর রহমান বদি কাশিমপুর কারাগারে

b6b88ce8dd43da4280cfa6fedcbda29a-Bodi-2
দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাত নয়টার দিকে তিনি কাশিমপুর কারাগারে পৌঁছান।

কাশিমপুর কারাগার-২-এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বলেন, আদালতের আদেশ অনুযায়ী সাংসদ বদিকে কারাগারে রাখা হবে। তিনি যদি ডিভিশন পাওয়ার অধিকারী হন, তাহলে ডিভিশনে রাখা হবে। আর যদি না পান, তাহলে ডিভিশন সেলে রাখা হবে না।bodi

বেলা ১১টার দিকে ঢাকার একটি আদালত সম্পদের তথ্য গোপনের দায়ে সাংসদ বদির তিন বছর কারাদণ্ড দেন। রায় ঘোণার পর বদিকে কেরানীগঞ্জে স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বিকেলের দিকে তাঁকে কাশিপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

২০১৪ সালের ২১ আগস্ট করা এই মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন। দুদকের অনুসন্ধানে দেখা যায়, অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ কেনা দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০০৮ সালে আবদুর রহমান বদির সম্পদের পরিমাণ ছিল ৪৯ লাখ ৭৯ হাজার টাকার। ২০১৩ সালে তিনি যে আয়কর বিবরণী দাখিল করেন, এতে দেখা যায়, তাঁর সম্পদের পরিমাণ ১৬ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকা। দুদক সম্পদের বিবরণী চেয়ে বদিকে নোটিশ দিয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।