উখিয়া উপজেলার আওতাধীন রতœাপালং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কোটবাজার ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রতœাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাব উদ্দিন মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ নেতা মাহবুল আলম মাহবু, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, উখিয়া উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন চৌধুরী রাসেল, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্নি সুজন, ইউপি সদস্য মোঃ শাহ জাহান, উখিয়া শ্রমিক লীগের আহবায়ক সরওয়ার কামাল পাশা, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অহিদুর রহমান রুবেল, রাজাপালং স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুর মোহাম্মদ শেখর, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাসেদ নুর। এ সময় বক্তারা বলেন, উখিয়া-টেকনাফের অবিসংবাদিত নেতা আলহাজ্ব আবদুর রহমান বদি। বিএনপি জামায়াত তার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছেন। নিু আদালতে সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি দূর্ণীতির মামলায় বেখসুর খালাস পেয়েছেন। একটি মহল সংসদ সদস্যকে দূর্ণীতিবাজ হিসেবে আখ্যা দিচ্ছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।