২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়

এমপি বদির অর্থায়নে উখিয়া-টেকনাফ সড়কে ব্রীজের সৌন্দর্য বর্ধন


উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির অর্থায়নে উখিয়া-টেকনাফ সড়কের এই সরকারের আমলে নির্মিত দৃৃষ্টি নন্দন ব্রীজের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে। সোমবার সকালে উখিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেনের তত্ত্বাবধানে এই কাজ শুরু হয়।
উখিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন জানান, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির অর্থায়নে প্রাথমিক ভাবে মরিচ্যা লাল ব্রীজ থেকে ফলিয়াপাড়া পর্যন্ত সব ব্রীজে নতুন ভাবে রং করে সৌন্দর্য বর্ধন করা হবে।
হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জয়নাল উদ্দিন বাবুল জানান, বর্তমান সরকারের আমলে নির্মিত দৃষ্টিনন্দন ব্রীজ গুলো অনেকটাই অবহেলায় সৌন্দর্য নষ্ট হয়েছে। কিন্তু এমপি বদির এই উদ্যোগ ব্রীজ গুলো আরো দৃষ্টিনন্দন হবে।
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি জানান, ২০০৮ সালে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের প্রচেষ্টায় বর্তমান সরকারের আমলে উখিয়া-টেকনাফ মহাসড়কের নতুন ভাবে ব্রীজ নির্মিত হয়েছে। সাধারন মানুষের কাছে এই ব্রীজজ গুলো কে আরো দৃষ্টিনন্দন করার জন্য তার এই উদ্যোগ।
তিনি আরো জানান, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে। তাই উন্নয়নের মাধ্যমেই উখিয়া-টেকনাফকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।