তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট চ্যানেল এস.এ টিভির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পর্দাপন উৎসব কাল বৃহস্পতিবার। এ উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ১৯ জানুয়ারী সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হবে। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মরণীস্থ কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর আলোচনা সভার মধ্যদিয়ে চ্যানেলটির বর্ষপূর্তি উৎসবের সমাপ্তি ঘটবে।
এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন এস.এ টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার বার্তা সম্পাদক আহসান সুমন।
প্রসঙ্গত, বর্ষপূর্তি উপলক্ষ্যে ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চ্যানেলটি বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।