২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

ওয়ানডে দল থেকে বাদ পড়েনি মাহমুদউল্লাহ: নাজমুল

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে মাহমুদউল্লাহর বাদ পড়ার গুঞ্জন নিয়ে বোর্ড প্রধান বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে মাহমুদউল্লাহর দেশে ফেরার সম্পর্কে কিছুই জানে না। হ্যা এটা ঠিক যে, দ্বিতীয় টেস্টের স্কোয়াডে সে নেই। কিন্তু এর মানে এই নয় যে সে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়ে গেছে।’ এমন কিছু ঘটলে তিনি জানতেন, ‘মাহমুদউল্লাহর মতো সিনিয়র খেলোয়াড় ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়লে তা আমি অবশ্যই জানতাম। এখন এমনটি হতে পারে যেহেতু সাতদিন তার কোনও খেলা নেই সেক্ষেত্রে মাহমুদউল্লাহ নিজ উদ্যোগে দেশে ফিরতে পারে। এটি স্পষ্ট যে দেশে ফেরার সিদ্ধান্ত পুরোপুরি মাহমুদউল্লাহর নিজের।’

মঙ্গলবার শ্রীলঙ্কা যাচ্ছেন নাজমুল। সেখানেই আরও বিস্তারিত জানতে পারবেন তিনি, ‘আমার হাতে ওয়ানডে স্কোয়াডটি এখনও এসে পৌঁছায়নি। দুই একদিনের মধ্যে আমি সেটা পেয়ে যাব। আমি কাল শ্রীলঙ্কা যাচ্ছি। শততম টেস্ট দেখব। হয়তো এজন্যই দলের তালিকা পাইনি। তবে আবারও বলতে চাই মাহমুদউল্লাহ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন এমন কোনও তথ্য আমার কাছে নেই। এবং সেটা হলে আমি অবশ্যই আগে জানতাম।’

গলে টেস্টে পুরো দলের বাজে পারফরম্যান্সের কারণে এমন গুজব তৈরি হচ্ছে মনে করেন বোর্ড প্রধান, ‘আসলে বাংলাদেশের পারফরম্যান্সটা একটু খারাপ হওয়াতেই হয়তো নানা রকম গুজব ও অস্পষ্টতা তৈরি হচ্ছে। শ্রীলঙ্কায় বাংলাদেশ দলে এমন কোনও নেতিবাচক ঘটনা ঘটেনি যে ব্যক্তিগত কারণে মাহমুদউল্লাহর মতো খেলোয়াড় বাদ পড়বে।’

খেলোয়াড়রা মাঝেমধ্যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। সাময়িক সময়ের জন্যই হয়তো বাদ পড়েছেন জানালেন নাজমুল। তাই বলে যে দলে তার জায়গা হারিয়ে গেছে সেটা বিশ্বাস করেন না বোর্ড প্রধান, ‘ক্রিকেটে খেলোয়াড়দের খারাপ সময় যায়। অনেক বড় বড় খেলোয়াড়রাও বাদ পড়েন। মাহমুদউল্লাহ সেই ধারাবাহিকতায় হয়তো পড়ে গেছে। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশ দলে তার স্থানটা হারিয়ে গেছে। মাহমুদউল্লাহ, সাকিব, তামিম, মুশফিক বাংলাদেশ দলের অপরিহার্য খেলোয়াড় ও সাম্প্রতিক সময়ের পারফরমার। তাদেরকে হঠাৎ করে তো আর বাদ দেওয়া যায় না।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।