আবারও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ মার্চ তাঁর এই সম্ভাব্য সফরসূচীর পুরো সময়টা ১০ পদাতিক ডিভিশন অর্থাৎ রামু সেনানিবাসে কাটাবেন বলে প্রাথমিক তথ্যে নিশ্চিত হওয়া গেছে। সেখানে সেনা সদস্যদের বিশেষ দরবারে অংশ গ্রহনসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপনের কথা রয়েছে তাঁর। এদিকে রোববার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেনও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তবে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর সফরসূচীর চুড়ান্ত প্রজ্ঞাপন জেলা প্রশাসনের কাছে না পৌঁছানোর কারনে বিস্তারিত কিছুই বলতে পারননি জেলা প্রশাসক। এদিকে দলীয় সভানেত্রীর আগমনের খবরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে অন্যরকম এক উৎসব দেখা দিয়েছে। সকলেই অপেক্ষায় উদগ্রীভ প্রিয় নেত্রীকে ফুলেল অভিবাদন জানানোর জন্য। যদিও এখনো পর্যন্ত ২ মার্চের সফরে রামু সেনানিবাসের বাইরে জেলা সদর কিংবা রামুতে রাজনৈতিক কোন কর্মসূচী থাকবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান জানান, দলীয় হাই কমান্ড ও বিশ্বস্থ কয়েকটি সূত্র থেকে প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনের খবর তিনি জেনেছেন। এ নিয়ে সব ধরনের প্রস্তুতিও নেয়া হচ্ছে। মুজিব চেয়ারম্যান বলেন, “বঙ্গবন্ধু কন্যা কক্সবাজারের মানুষকে খুববেশী ভালবাসেন বলেই বারবার এখানে ছুটে আসেন”। “তাঁকে কখনো আহবান কিংবা অনুরোধ জানাতে হয়না, মন চাইলে নিজে থেকেই তিনি চলে আসেন এই সমুদ্র নগরীতে”। “এ জন্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সবসময় কৃতজ্ঞ, আশা করি জননেত্রীর এই সফর কক্সবাজার জেলাজুড়ে চলমান সবগুলো উন্নয়ন প্রকল্প আরো একধাপ এগিয়ে যাবে”। প্রসঙ্গত: বর্তমান সরকারের মেয়াদে এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে বিগত সরকারের আমলে পরপর ৫ বার কক্সবাজার এসেছেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। সব মিলিয়ে এটি হবে তাঁর সপ্তমবার কক্সবাজার সফর।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।