কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রেজাল্ট ডে পালিত হয়েছে। ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে রোববার সকালে ইউনিভার্সিটির হল রুমে রেজাল্ট ডে উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এএসএম সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে সেমিষ্টারের সকল অনুষদের পূর্ণাঙ্গ রেজাল্ট হস্তান্তর করেন উপাচার্যের কাছে।
এদিকে রেজাল্ট প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেন, যারা রেজাল্ট ভালো করেছো তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি রেজাল্ট আরও ভালো করার জন্য পড়ালেখায় মনোযোগ দিতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে আদর্শ শিক্ষা নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে সকল শিক্ষার্থীদের।
সভায় প্রধান বক্তা ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক লায়ন মোঃ মুজিবুর রহমান বলেন, এই ইউনিভার্সিটিকে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য সকল শিক্ষার্থীকে একযোগে কাজ করতে হবে। সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর। এই বিশ্ববিদ্যালয় এতদাঞ্চলের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
সিএসই অনুষদের প্রধান তাহমিদা আক্তারের সঞ্চালনায় পরিচালিত এই সভায় আরও বক্তব্য রাখেন- বিবিএ, এলএলবি, ইংরেজি অনুষদের বিভাগীয় প্রধানগণ।
আলোচনা সভার পর পরেই বিভিন্ন অনুষদে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।