প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) কক্সবাজার শহরের অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোরামের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ ড. মোহাম্মদ সানা উল্লাহ।
ফোরামের সভাপতি স. ম ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি ইমাম খাইর।
সাধারণ সম্পাদক এ. এম হোবাইব সজীবের সঞ্চালনায় এতে ফোরামের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য দেন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি রুহুল আমিন সিকদার, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এড. সাহাব উদ্দীন, এড. মিজানুর রাশেদ, এড. এমএ ইনসাফুর রহমান।
আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক ও আরটিভির কক্সবাজার প্রতিনিধি সম্পাদক সাইফুর রহিম শাহীন, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল।
উপস্থিত ছিলেন, দৈনিক সাগর দেশের সম্পাদক মোস্তফা সরওয়ার, দৈনিক ইত্তেফাকের কক্সবাজার প্রতিনিধি সায়ীদ আলমগীর, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক আপন কন্ঠের নির্বাহী সম্পাদক মোঃ সেলিম, সাংবাদিক ইসলাম মাহমুদ।
ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, সহ সভাপতি ওবাইদুল হক চৌধুরী আবু, আমান উল্লাহ কবির, আব্দুল মালেক সিকদার, যুগ্ম সম্পাদক আব্দুল আলিম নোবেল, নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আলা উদ্দিন আলো, প্রচার সম্পাদক আল জাবের, সদস্য সাহাব উদ্দিন, শাহাদাত আলী জিন্নাহ, মোঃ কাইছার হামিদ, এরফান হোসেন, আজিজ সিকদার, শহিদুল ইসলাম কপিল বিন আমির, ইয়াছিন আরাফাত, মোস্তফা কামাল প্রমূখ।
এছাড়া কক্সবাজার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে। উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যদের কলমকে শানিত করতে হবে। পেশাগত কাজে সকল ধরণের বাধা ডিঙিয়ে যেতে হবে।
অনুষ্ঠান শেষে সংগঠন ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য মিজবাহ উদ্দিন আরজু।
ফোরামের অন্যতম উপদেষ্টা, জাহাজ মালিক সমিতির সভাপতি তোফায়েল আহমেদের সুস্থতায় দোয়া করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।