নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারে নেয়া হয়েছে ঈদ-উল-ফিতর পালনের ব্যাপক প্রস্তুতি। সংশ্লিষ্ট সকল প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
কক্সবাজার কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জেলার প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পৌরসভার ব্যবস্থাপনায় এতে প্রায় ২০ হাজার মুসলমান ঈদের নামাজ আদায় করতে পারবে।
নামাজে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রিয় জামে মসজিদের খতিব ও চট্টগ্রামের সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক।
এছাড়া কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে সকাল ৯ টায় এবং বদর মোকাম জামে মসজিদে ঈদের জামাত সকাল ৯টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।