২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে লাশের মিছিল : একদিনেই লাশ হলো ৬ জন

এমরান ফারুক অনিক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লাশের মিছিল থামছেই না। শনিবার চকরিয়া উপজেলার হারবাং, ডুলাহাজারা ও খুটাখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
সূত্রে জানা যায়, চকরিয়ার উত্তর হারবাংস্থ গয়ালমারা ইছাছড়ি ব্রিজের কাছে মহাসড়কের বাঁকে ভয়াবহ দুর্ঘটনায় শ্যামলী বাস-নোয়াহ-মাইক্রোবাসের ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রায় হারান ৩ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো ১জনসহ মোট ৪জন। এছাড়াও আহত হয়েছেন তিন গাড়ির অন্তত ২০ যাত্রী। এর মধ্যে মুমূর্ষ অবস্থায় ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যরা সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
চিরিংগা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহণের যাত্রীবাহী একটি বাস দ্রুতগতিতে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পর পর দুটি নোয়াহ ও মাইক্রোবাস একে অপরকে ওভারটেক করতে গেলে ত্রি-মুখি ভয়াবহ সংঘর্ষ হয়। এ অবস্থায় নোয়া গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে আটকা পড়ে। অপর মাইক্রোবাসটিও দুমড়ে-মুচড়ে যায়। আর শ্যামলী বাসটির সম্মুখ অংশও দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নোয়াহ ও মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হন। এ সময় আহত হন তিন গাড়ির অন্তত ২০ যাত্রী। আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও মারা যান একজন।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিলের হাতিমুরা এলাকার বাদশা মিয়ার পুত্র আলী আকবর (১৯), একই এলাকার মীর আহমদের পুত্র ও উখিয়া কলেজের ছাত্র সাহাব উদ্দিন (১৯) ও গফুর মিয়ার ছেলে হারুনর রশিদ (১৬) এবং রামু উপজেলার উত্তর খুনিয়াপালং গ্রামের মৃত শামশুল আলমের পুত্র ও মাইক্রোবাস চালক জয়নাল আবেদীন (২৫)।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণকৃত আহত ৫ জন হলেন- উখিয়ার জামাল উদ্দিনের পুত্র সাহাব উদ্দিন (৩০), মো. উলা মিয়ার পুত্র নুরুল হোসেন (২২), আলী আহমদের পুত্র মো. নুরুল ইসলাম (১৮), মৃত তৌহিদুল ইসলামের পুত্র মোহাম্মদ ছোটন (২৫) ও জাকের আহমদ (২৭)।
দুর্ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা ও চিরিঙ্গা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনায় পতিত গাড়ি তিনটি উদ্ধার করে।
এছাড়া সকাল ১০টায় ডুলাহাজারা কলেজ গেইটের সামনে টমটম ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় রিপন নামের মোটর সাইকেল আরোহী হয়েছে।
এদিকে, শনিবার বিকাল ৫টায় খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া ঢালায় পিকনিক বাসের চাকায় পিষ্ট হয়ে শারিক হোসাইন (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনছুর আলম প্রকাশ মনছুর বলির পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেল আরোহী শারিক ঈদগাহ’র দিকে আসার পথে ঢাকামুখী পিকনিক যাত্রীবাহী বাস মিতালী পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৫৩) এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ঘাতক বাসটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করেছে পুলিশ। বাসটির চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে যান।
এদিকে, নিহত শারিক হোসাইনকে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদস্থ পূর্ব সিকদারপাড়া (মাঝের পাড়া) এ রাত ১০টায় নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।