২১ জানুয়ারি, ২০২৫ | ৭ মাঘ, ১৪৩১ | ২০ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল    ●  উখিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার জেনারেল হসপিটালে ডাক্তারের ভুল চিকিৎসায় জেলা কর কর্মকর্তার মৃত্যু

coxsbazar hospital kill-2

কক্সবাজার শহরের জেনারেল হসপিটাল নামের একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় কক্সবাজার জেলা কর কর্মকর্তা মেহেদী হাসানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল রবিবার রাত ৯টায় এ ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১১টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মেহেদী হাসানের বাড়ি ময়মনসিংহ জেলার আকুয়ায়। নিহতের পরিবারের দাবী করেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর কবির এর ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তার অভিযোগ অস্বীকার করে বলেছেন জেলা কর কর্মকর্তা মেহেদী হাসান হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কর কর্মকর্তা সাথে হাসপাতালে যাওয়া একই অফিস কর্মরত সহকর্মী মো. আমান উল্লাহ জানান, কক্সবাজার কর সার্কেলের কর্মকর্তা মেহেদী হাসানের মাথা ব্যথা হলে রবিবার সন্ধ্যায় ডক্টর চেম্বারের মেডিসিন বিশেষজ্ঞ ডা: নুরুল আলমের শরণাপন্ন হন। তিনি তাৎক্ষনিক ভাবে মেহেদী হাসানকে বেসরকারী জেনালে হাসপিটালে রেফার করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ৬ তলায় ৬০১ নং কেবিনে ভর্তি করে মেহেদী হাসানকে।
তিনি আরও জানান,জেনালে হাসপিটালে কর্তব্যরত ডাক্তার হৃদরোগ বিশেষজ্ঞ জাহাঙ্গীর কবির একটি স্যালাইন লাগিয়ে নাভির নিচে একটি ইনজেকশন(অজানা) পুশ করার কয়েক মিনিটের মধ্যে কর কর্মকর্তা মেহেদী হাসান মৃত্যুর কুলে ঢলে পড়েন।
তবে মহেদী হাসানের পরিবারের দাবী করেন, তার বড় ধরনের কোন অসুখ ছিল না। সামান্য মাথা ব্যথা হওয়ায় জেলারেল হসপিটালে ভর্তি হলেই কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর কবির এর ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। তারা ঘাতক চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর কবির এর শাস্তির দাবী করেন তিনি। রবিবার রাত ১১টায় কর কর্মকর্তার মৃত দেহ ওই হাসপাতাল বেডেই থেকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ উদ্ধার করেছে। পরে ময়না তদন্ত ছাড়াই মৃত দেহ রাতে এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ীতে পৌছে দেয়া হয়েছে।
এব্যাপারে কক্সবাজার সদর হাসপাতালেরর হৃদরোগ বিশেষজ্ঞ ও জেনারেল হসপিটালে চেম্বার করা ডা: জাহাঙ্গির কবির জানান, মেডিসিন বিশেষজ্ঞ ডা: নুরুল আলম ডক্টরস চেম্বার হতে রবিবার দুপুরে মেহেদী হাসানকে চিকিৎসা দেওয়ার পর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। তিনি ভর্তি হওয়ার আধ ঘন্টার মধ্যে কার্ডিয়াক এরেস্টে(হৃদরোগ) আক্রান্ত হন। তবে মহেদী হাসানকে শেষ মূহুর্তে কি ঔষধ/ইনজেকশন দেয়া হয়েছিল তা বলতে অস্বীকৃতি জানান।
জেনারেল হাসপিটালের সুপারভাইজার হাবিবুর রহমান জানান, কর কর্মকর্তা মেহেদী হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তিনি এখানকার ভর্তি ফরম পুরন করেননি।
বিভিন্ন ভোক্তভুগী সুত্রে জানা গেছে,কক্সবাজারের জেনারেল হাসপিটাল সহ শহরের কয়েকটি প্রাইভেট হাসপাতাল ইতোমধ্যে কসাই খানা হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা চলে আসছে। কারণ প্রাইভেট হাসপাতাল ও ডাক্তারদের সিন্ডিকেট ভিত্তিক এশোষণের যাতাকল কারো ধরার উপায় নেই। তাদের অজুহাত রোগীর প্রয়োজনেই এসব করতে হবে নয়তো রোগীর বিপদ। তবে তাদের প্রথম টার্গেট মধ্যবিত্ত ও ধনাঢ্য পরিবারের রোগীরা। তারা মধ্যব্তি ও ধনী কোন রোগীকে তাদের প্রাইভেট হাসপাতালে ভর্তি করাতে পারলেই হাসপাতালের সব ধরনের বিল বাড়ানোর জন্য কেবিন ভাড়া,বিভিন্ন টেস্ট,ঔষধের বিল থেকে কয়েক ধরনের কনসালটেন্সি ফি সহ লক্ষ টাকা পর্যন্ত আদায় করে থাকেন। সর্বশেষ কক্সবাজার জেলা কর কর্মকর্তা মহেদী হাসানের অকাল মৃত’্য তারই জলন্ত প্রমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।