বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টায় শহরের লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয়ে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানে সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন- মহান ভাষা ও স্বাধীনতার চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের অনুকরণীয় রাষ্ট্রে পরিণত করেছেন। দেশ বিরোধী স্বাধীনতার অপশক্তি যুদ্ধাপরাধীর বিচার কার্য সম্পন্ন করে জাতীকে কলঙ্কমুক্ত করেছেন। দেশ-জাতী আজ ভোটের ও ভাতের অধিকার সুনিশ্চিত হওয়ার এদেশের অর্থনীতি অন্যন্য উচ্চতায় উপনীত হয়েছে। সভায় সাংগঠনিক বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি মহান বিজয় দিবস যথাযোগ্য পালনে কর্মসূচী নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯টায় বধ্যভুমিতে পুষ্পঞ্জলি এবং দলীয় কার্যালয়ে জাগরণের গান সম্প্রচার এবং বিকাল ৩টায় পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে বিজয় র্যালী আলোচনা সভা। সভায় বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি যথাক্রমে-অধ্যাপিকা এথিন রাখাইন, এড. আমজাদ হোসেন, শাহ আলম চৌধুরী, আজিজুর রহমান, এড. বদিউল আলম, শফিক মিয়া, জাফর আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক যথাক্রমে মাহবুবুল হক মুকুল, এড. রনজিত দাশ, আশেক উল্লাহ রফিক এমপি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক প্রিয়তোষ শর্মা চন্দন, তথ্য ও গবেষণা সম্পাদক এড. আয়াছুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইউনুছ বাঙালী, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালিদ মাহমুদ, শ্রম বিষয়ক কাজী মোস্তাক আহমদ শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার বদিউল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক ড. নুরুল আবছার, শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সজীব, বন ও পরিবেশ সম্পাদক কমর উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নুশরাত জাহান মুন্নি, যুব ও ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন কবির, কৃষি ও সমবায় সম্পাদক খোরশেদ আলম কুতুবী, উপ দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, সদস্য যথাক্রমে- সাইমুম সরওয়ার কমল এম,পি, আবদুর রহমান বদি এম,পি, আবু হেনা মোস্তফা কামাল, সুলতানুল আলম, আদিল উদ্দিন চৌধুরী, এ.টি.এম. জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান, শফিউল আলম কুতুবী, আমিনুর রশিদ দুলাল, রশিদ আহমদ, সোনা আলী, আব্দুর রউফ, বদরুল হাসান মিল্কি, জি.এম. আবুল কাশেম, উপজেলা ও পৌরসভার পক্ষে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) নজীবুল ইসলাম নজীব, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক নুরুল বশর, কুতুবদিয়া উপজেলা সম্পাদক নুরুচ্ছবি, চকরিয়া পৌরসভা সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহযোগী সংগঠনের মধ্যে শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, যুব মহিলা লীগ সভাপতি আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক তাহমিনা হক লুনা, ওলামালীগ সভাপতি নুরুল আলম সরকার, সৈনিক লীগ সভাপতি তৈয়বুল্লাহ মাতব্বর, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, জেলা যুবলীগের সোহেল আহমদ, বাহাদুর প্রমুখ। জেলা আওয়ামীলীগ গৃহীত অনুরূপ কর্মসূচী উপজেলা পর্যায়ে উদযাপনের নির্দেশনা প্রদান করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।