১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে৷ উক্ত কর্মসূচি অনুযায়ী গতকাল (২০ জানুয়ারি) কক্সবাজার শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মেনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
চিত্রাঙ্কনের বিষয় দ্বারা কোমলমতি শিশুদের মাঝে দেশ প্রেম,মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় মত বিভিন্ন বিষয় প্রতিযোগীদের অংকন করতে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নেয়,
কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেনীর ছাত্রী ইখফা আলম নিশি, দ্বিতীয় স্থান অর্জন করে হাসেমিয়া কামিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র সোহান এবং তৃতীয় স্থান অর্জন করে বায়তুশ শরফ জব্বারিয় একামেডির তৃতীয় শ্রেনীর ছাত্রী আসফিয়া নুসরাত তারিন। এছাড়াও সকল অংশগ্রহনকারীদের শান্তনা পুরষ্কার দেওয়া হয়।
এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান,সহ-সভাপতি নারিমা জাহান ও সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল সহ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।