
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলার গণমানুষের চেয়ারম্যান হিসেবে শাহিনুল হক মার্শাল’কে আখ্যায়িত করেছেন সদরের খুরুস্কুল ইউনিয়ন পরিষদের সদস্যরা।
বুধবার ৩০ নভেম্বর ২০২২ দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে অত্র পরিষদের সদস্য মোঃ নাছির উদ্দিন চৌধুরী, মোঃ ইসমাইল সোহেল, মোঃ গিয়াস উদ্দিন ও এম জানে আলম ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাক্ষাৎ করেন। এসময় তারা শাহিনুল হক মার্শাল’কে জেলার গণমানুষের চেয়ারম্যান হিসেবে আখ্যায়িত করেন।
একই দিন এনজিও’র শিক্ষা প্রকল্পের অধীনে কক্সবাজারের উখিয়া-টেকনাফে পরিচালিত স্কুল গুলোতে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বেতন বৃদ্ধি ও নানা দাবিতে জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল’কে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। সাক্ষাৎ পূর্বক স্মারকলিপি প্রদানকালে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সুরাহার আশ্বাস প্রদান করেন চেয়ারম্যান। গণমাধ্যম কর্মী ও ক্রীড়া লেখক-সংগঠক আনোয়ার হাসান চৌধুরী কর্তৃক ইন্টারনেটে প্রেরিত বার্তায় উপরোক্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।