৪৫ তম জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে দিবসকে যথাযথ মর্যাদায় পালন করেছে কক্সবাজার জেলা পাসপোর্ট আবেদন ফরম লিখক সমবায় সমিতি লি.। শনিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজার পৌরসভার সামনে থেকে অনুষ্ঠিত র্যালীতে সমিতির সভাপতি আজিজুল হকের নেতৃত্বে সকল পর্যায়ের সদস্যরা তাদের নিজস্ব ব্যানারসহকারে অংশ গ্রহণ করে। এরপর কক্সবাজার পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত সমবায় দিবসের আলোচনা সভায় যোগদান করে। সমিতির পক্ষ থেকে অলোচনা সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এস.এম মোরশেদ আলম। এতে তিনি বলেন, পাসপোর্ট নাগরিক আধিকার। নির্ভুলভাবে পাসপোর্ট আবেদন ফরম পূরণ করতে না পারার কারণে অনেক মানুষ হয়রানী শিকার হয়ে থাকেন। সরকারী এই গুরুত্বপূর্ণ কাজকে মানুষের সহজলভ্য করতে সম্পূর্ণ সেবার মানসিকতায় আমরা নিরলস কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, বিগত ৫ বছর ধরে তারা মানুষের সেবামূলক কাজটি অব্যাহত রেখেছেন। আগামীতে এই সেবাকে প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
কর্মসুচিতে সমিতির সিনিয়র সদস্য নাসির উদ্দিন, শাহাব উদ্দিন জনি, রিয়াজ খান রাজুসহ সমিতির সদস্যরা অংশ গ্রহণ করেন। এরপর জিয়া কমপ্লেক্সেস্থ সমিতির অফিসে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির সদস্য রুহুল আমিনের আম্মার আতœার মাগফিরাত কামনা করা হয়। উল্লেখ্য,জাতীয় সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন।’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।