১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে কারা কোন পদে

ইমাম খাইরঃ দীর্ঘদিনের প্রতীক্ষিত কক্সবাজার জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। ২২ নভেম্বর কমিটি অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদকসহ পুরনো কমিটির প্রায় সব পদই অপরিবর্তিত রাখা হয়েছে।
তবে, তবে কমিটিতে নতুন অনেক মুখই যুক্ত হয়েছেন।
কারা কোন পদে রয়েছেন:
উপদেষ্টা পরিষদ-
ফজলুল করিম, এম এ গণি, আবু তাহের চৌধুরী আবু মিয়া (চকরিয়া), আবু তাহের চৌধুরী বাচ্চুমিয়া ( পেকুয়া), আবু তাহের চৌধুরী ( মহেশখালী), অধ্যাপক আবু তাহের (ঈদগাহ), সুরত আলম চৌধুরী, মৌলভী আবদুল মান্নান।
কার্যকরী কমিটি-
সভাপতি শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি সিরাজুল হক বিএ, সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন (কুতুবদিয়া), যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম চৌধুরী (রামু), সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, দপ্তর সম্পাদক ইফসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কাউন্সিলর, সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক এড: হাসান ছিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক এম মোবারক আলী, মৎস্যজীবি বিষয়ক সম্পাদক হামিদ উদ্দিন ইফসুফ গুন্নু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ আহমদ উজ্জল, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আকতার বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক রাসেদুল হক রাশেল, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী আলী হাসান চৌধুরী।
সম্মানিত সদস্য
সালাহউদ্দিন আহমদ, লুৎফুর রহমান কাজল, এডভোকেট হাসিনা আহমদ।
নির্বাহী সদস্য
মৌলভী আকতার কামাল চৌধুরী (কক্সবাজার-১), মোহাম্মদ হোসেন বিএসসি (কক্সবাজার-১), নুরুল ইসলাম হায়দার (কক্সবাজার-১), বাহাদুর শাহ (কক্সবাজার-১), একেএম ইকবাল বদরী (কক্সবাজার-১), আনসারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া (কক্সবাজার-১), ইকবাল হোসেন (কক্সবাজার-১), অধ্যাপক ফখরুদ্দিন ফরাজী (কক্সবাজার-১), হেফাজতুর রহমান চৌধুরী টিপু (কক্সবাজার-১), মাহবুবুর রহমান চৌধুরী (কক্সবাজার-১), নজরুল ইসলাম চৌধুরী (কক্সবাজার-১), নাসিরুদ্দিন চৌধুরী (মানিকপুর) (কক্সবাজার-১), আলহাজ্ব নুরুল হোসেন শিকদার (কক্সবাজার-১), রমিজুদ্দিন আহমেদ (কক্সবাজার-১), মাষ্টার জুবায়ের আহমেদ (কক্সবাজার-১), প্রিন্সিপাল এস এম মনজুর (কক্সবাজার-১), অধ্যাপক সাবের আহমেদ (কক্সবাজার-১), আজিজুল হক চৌধুরী (কক্সবাজার-১), আবদুল মতলব চেয়ারম্যান (কক্সবাজার-১), আবু তালেব চৌধুরী (কক্সবাজার-১), মোহাম্মদ গিয়াস উদ্দিন ( চকরিয়া পৌরসভা ) (কক্সবাজার-১), বেগম সাবিনা ইয়াসমিন ঝিনু (কক্সবাজার-১), হালিশা বেগম (কক্সবাজার-১), রাশেদা বেগম কাউন্সিলর (কক্সবাজার-১), লুৎফা বেগম ( ভাইস চেয়ারম্যান) (কক্সবাজার-১), ফাতেমা জান্নাত (কক্সবাজার-১), আবু বকর সিদ্দিক ( কক্সবাজার-২), জালাল আহমদ ( কক্সবাজার-২), আকতার কামাল চৌধুরী ( কক্সবাজার-২), নুরুল ইসলাম (সাবেক চেয়ারম্যান) (কক্সবাজার-২), আবদুল মোতালেব ( কক্সবাজার-২), আমিনুল হক চৌধুরী ( কক্সবাজার-২), আবুল কালাম আজাদ ( কক্সবাজার-২), মোহাম্মদ শফি ( কক্সবাজার-২), রেজাউল করিম ( কক্সবাজার-২), এখলাছুর রহমান ( কক্সবাজার-২), আরিফুল কাদের চৌধুরী ( কক্সবাজার-২), এনামুল হক চৌধুরী ( কক্সবাজার-২), মোস্তাক আহমদ বাবুল ( কক্সবাজার-২), নাসির উদ্দিন বাবর ( কক্সবাজার-২), জাহান আরা বেগম ( ভাইস চেয়ারম্যান) ( কক্সবাজার-২), এস্তাফিজুর রহমান ( কক্সবাজার-২), মনজুর আলম ( কক্সবাজার-২), হামিদুল হক ( কক্সবাজার-২), মাস্টার কবির আহমদ ( ক্সবাজার-২), আকতার হোসেন ( কক্সবাজার-২), এম এ সালাম কুতুবী (ক্সবাজার-২), আকতার কামাল সিকদার ( কক্সবাজার-২), এডভোকেট খোরশেদ আলম খোকন ( কক্সবাজার-২), ইদ্রিচ খোন্দকার খোকন ( কক্সবাজার-২), আকতার হোসেন (সিইউপি) ( কক্সবাজার-২), সৈয়দ আহমদ (সিইউপি) ( কক্সবাজার-২), জাফর আলম সিকদার ( কক্সবাজার-২), নিজাম উদ্দিন ( কক্সবাজার-২), লায়লা বেগম (এমইউপি) ( কক্সবাজার-২), এস এম ফেরদৌস (কক্সবাজার-৩), রাশেদ মোহাম্মদ আলী (কক্সবাজার-৩), আবদুল মাবুদ (কক্সবাজার-৩), এস্তাফিজুর রহমান (কক্সবাজার-৩), এডভোকেট সৈয়দ আলম (কক্সবাজার-৩), আবুল কাশেম (কক্সবাজার-৩), এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ (কক্সবাজার-৩), ফরিদুল আলম চেয়ারম্যান (কক্সবাজার-৩), মুজিবুল হক মিয়াজী (কক্সবাজার-৩), আবু বকর ছিদ্দিক (কক্সবাজার-৩), এডভোকেট সেলিমুল্লাহ (কক্সবাজার-৩), শহিদুর রহমান শহীদ (কক্সবাজার-৩), গোলাম মাওলা চৌধুরী (কক্সবাজার-৩), শওকত আলম (কক্সবাজার-৩), আবু ছিদ্দিক ওসমানী (কক্সবাজার-৩), এডভোকেট শাহাব উদ্দিন (কক্সবাজার-৩), এডভোকেট আবদুল কাইয়ুম (কক্সবাজার-৩), শফিকুর রহমান চেয়ারম্যান (কক্সবাজার-৩), আবুল কালাম চেয়ারম্যান (কক্সবাজার-৩), মনজুর আলম (কক্সবাজার-৩), সদস্য আমানুল হক আমান (কক্সবাজার-৩), সদস্য এস এম আকতার কামাল আজাদ কাউন্সিলর (কক্সবাজার-৩), মুজিবুর রহমান (কক্সবাজার-৩), আবুল বশর মেম্বার (কক্সবাজার-৩), মো: সাইফুল আলম (কক্সবাজার-৩), মুফিদুল আলম (কক্সবাজার-৩), গিয়াস উদ্দিন জিকু (কক্সবাজার-৩), হুমায়রা বেগম (কক্সবাজার-৩), মনজুমুন নাহার (কক্সবাজার-৩), মেরাজ আহমেদ মাহিন চৌধুরী (কক্সবাজার-৩), সৈয়দ নুর সওদাগর (কক্সবাজার-৩), মাস্টার গোলাম কাদের (কক্সবাজার-৩), মোস্তফা কামাল (কক্সবাজার-৩), আবদুল করিম চেয়ারম্যান (কক্সবাজার-৩), আব্দুর রহিম চেয়ারম্যান (কক্সবাজার-৩), এডভোকেট এস্তাফিজুর রহমান (কক্সবাজার-৩), বেগম ফরিদা ইয়াসমিন (কক্সবাজার-৩), জিসান উদ্দিন জিসান (কক্সবাজার-৩), সরওয়ার জাহান চৌধুরী (কক্সবাজার-৪), সোলতান মাহমুদ চৌধুরী (কক্সবাজার-৪), শাহ কামাল চৌধুরী (কক্সবাজার-৪), ফজলুল করিম সিকদার (কক্সবাজার-৪), জহুর আহমদ চৌধুরী (কক্সবাজার-৪), বাদশা মিয়া চৌধুরী (কক্সবাজার-৪), আবদুল মান্নান (কক্সবাজার-৪), নুরুল আমিন চৌধুরী (কক্সবাজার-৪), নাজিয়া জাহান চৌধুরী শম্পা (কক্সবাজার-৪), সিরাজুল হক ডালিম (কক্সবাজার-৪), নুরুল কবির চৌধুরী (কক্সবাজার-৪), মো: জাফর আলম (কক্সবাজার-৪), মোহাম্মদ হাসেম (কক্সবাজার-৪), সোলতান আহমদ (কক্সবাজার-৪), মাস্টার জাকির হোসেন (কক্সবাজার-৪), রাশেদুল করিম (কক্সবাজার-৪), তাহেরা আকতার মিলি (কক্সবাজার-৪), মোহাম্মদ ইসমাইল (কক্সবাজার-৪), জুনায়েদ আলী চৌধুরী (কক্সবাজার-৪),আলী আকবর (কক্সবাজার-৪), নুরুল আমিন চৌধুরী (কক্সবাজার-৪),ওমর হাকিম (কক্সবাজার-৪), আবদুর রাজ্জাক (কক্সবাজার-৪), আকতার হোসেন বাবুল (কক্সবাজার-৪), মো: শাহাদাৎ হোসেন (কক্সবাজার-৪), মো : আবদুল্লাহ (কক্সবাজার-৪), রেজাউর রহমান রেজা (কক্সবাজার-৪), শাহ আলম (কক্সবাজার-৪)।

এদিকে ঘোষিত কমিটি হাতে নিয়ে বৃহস্পতিবার বিকালে কক্সবাজার পৌঁছেন নবগঠিত কক্সবাজার জেলা বিএনপির কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
বিকাল পৌনে পাঁচটার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
সেখানে উৎসুক দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির এই দুই কান্ডারীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে শহীদ সরণিস্থ দলীয় কার্যালয় পর্যন্ত এগিয়ে দেয়।

ইতোমধ্যে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন প্রিয় নেতাদের উঞ্চ সংবর্ধনা-অভিবাদন জানিয়ে মিছিল শ্লোগান তুলে। হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন ঘোষিত কমিটির জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।

এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা দেন এই দুই নেতা। সংক্ষিপ্ত সভা পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী।
এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদ, আতাউল্লাহ বোখারী, যুব বিষয়ক সম্পাদক ছৈয়দ আহমদ উজ্জল, নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন জিকুসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।