এমরান ফারুক অনিক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ২০১৭ এর ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এবার কক্সবাজার জেলায় ৫৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এতে ট্যালেন্টপুলে ১২৬ জন ও সাধারণ ৪১৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ৮ এপ্রিল বোর্ড সচিব প্রফেসর শওকত আলম স্বাক্ষরিত বৃত্তির গেজেট চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, কক্সবাজার জেলায় ট্যালেন্টপুলে ১২৬ জন শিক্ষার্থী বৃত্তি পান, তার মধ্যে ৬৩ জন ছেলে ও ৬৩ জন মেয়ে। সর্বোচ্চ ৩২ জন পেয়েছেন চকরিয়া উপজেলায় এবং সর্বনিম্ন ৮ জন করে পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায়। এছাড়া সাধারণ মেধাবৃত্তিতে ৪১৪ জন শিক্ষার্থী বৃত্তি পান, তার মধ্যে ২০৭ জন ছেলে ও ২০৭ মেয়ে। একই ভাবে সর্বোচ্চ ১০৪ জন পেয়েছেন চকরিয়া উপজেলায় এবং সর্বনিম্ন কুতুবদিয়া উপজেলায় ২৬ জন।
উপজেলাভিত্তিক ফলাফলে- ট্যালেন্টপুলে কক্সবাজার সদরে ২৬ জন, তার মধ্যে ১৩ জন ছেলে ও ১৩ জন মেয়ে; রামুতে ১২ জন, তার মধ্যে ৬ জন ছেলে ও ৬ জন মেয়ে; চকরিয়ায় ৩২ জন, তার মধ্যে ১৬ জন ছেলে ও ১৬ জন মেয়ে; পেকুয়ায় ৮ জন, তার মধ্যে ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে; মহেশখালীতে ১৬ জন, তার মধ্যে ৮ জন ছেলে ও ৮ জন মেয়ে; কুতুবদিয়ায় ৮ জন, তার মধ্যে ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে; উখিয়ায় ১৪ জন, তার মধ্যে ৭ জন ছেলে ও ৭ জন মেয়ে এবং টেকনাফে ১০ জন, তার মধ্যে ৫ জন ছেলে ও ৫ জন মেয়ে।
সাধারণ মেধাবৃত্তিতে কক্সবাজার সদরে ৮২ জন, তার মধ্যে ৪১ জন ছেলে ও ৪১ জন মেয়ে; রামুতে ৪২ জন, তার মধ্যে ২১ জন ছেলে ও ২১ জন মেয়ে; চকরিয়ায় ১০৪ জন, তার মধ্যে ৫২ জন ছেলে ও ৫২ জন মেয়ে; পেকুয়ায় ২৮ জন, তার মধ্যে ১৪ জন ছেলে ও ১৪ জন মেয়ে; মহেশখালীতে ৫২ জন, তার মধ্যে ২৬ জন ছেলে ও ২৬ জন মেয়ে; কুতুবদিয়ায় ২৬ জন, তার মধ্যে ১৩ জন ছেলে ও ১৩ জন মেয়ে; উখিয়ায় ৪৮ জন, তার মধ্যে ২৪ জন ছেলে ও ২৪ জন মেয়ে এবং টেকনাফে ৩২ জন, তার মধ্যে ১৬ জন ছেলে ও ১৬ জন মেয়ে।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নাম্বারগুলো হলো-
কক্সবাজার সদর : ২৩১৭৮০, ২৩১৭৮৩, ২৩১৭৭৯, ২৩১৭৯১, ২৩১৭৮৮, ২৫১৮১৬, ২৩১৭৭৮, ২৩১৭৮৭, ২৩১৭৯৩, ২৩১৭৮৬, ২৩১৭৯৬, ২৩১৭৯৯, ২৩১৭৮৯, ২৩০৫৭৮, ২৩০৫৭৫, ২৩০৫৭৬, ২৩০৬০৩, ২৩০৫৭৯, ২৩০৬১৮, ২৩০৬৪৬, ২৩০৫৭৪, ২৩০৫৮০, ২৩০৫৮৭, ২৩০৫৮৬, ২৩০৫৯৫, ২৩০৫৮২।
রামু : ২৪৫৫৯০, ২৪৬১৫৮, ২৪৫৫৮৯, ২৪৬১৫৭, ২৪৫৩৬৭, ২৪৫২২১, ২৪৪৮৩০, ২৪৪৮২৯, ২৪৫১৩৯, ২৪৪৮৩৩, ২৪৪৮৩৯, ২৪৪৮২৭।
চকরিয়া : ২৩৪৬৪৬, ২৩৪৬৪৭, ২৩৪৬৪৮, ২৩৪৮৭৭, ২৩৪৮৭০, ২৩৮৪৪৭, ২৩৮৪৬৮, ২৩৮৪৬৭, ২৩৪১১২, ২৩৪৮৮৮, ২৩৬২১৭, ২৩৪৮৭৫, ২৩৮৪৪৬, ২৩৪৮৮১, ২৩৪৬৫৫, ২৩৪৬৫৮, ২৩৮৪০২, ২৩৪৭৩২, ২৩৪৭২৮, ২৩৮০৬৭, ২৩৪৭২৩, ২৩৪৭২৬, ২৩৫০৫৬, ২৩৮৪০১, ২৩৪০০৭, ২৩৬৬৮৩, ২৩৫২৮৪, ২৩৮৪১৪, ২৩৪৭৩৯, ২৩৮০৩৮, ২৩৩৮৩৮, ২৩৮০৩৯।
পেকুয়া : ২৩৯৫৬১, ২৩৯৫৬২, ২৫৫১২০, ২৫৫১২৮, ২৫৪৯৩৯, ২৫৪৯৪১, ২৫৪৯৩৮, ২৫৪৯৪৩।
মহেশখালী : ২৪১৯১৩, ২৪২০৮৪, ২৪০১২৫, ২৫৬০১৪, ২৪১৪৫০, ২৪১২৫৭, ২৪০১২৭, ২৪২০৮৫, ২৪১৩৩০, ২৪১৫৪০, ২৫৫৮৪৪, ২৪১৩৩১, ২৪২০০০, ২৪১৫৪২, ২৫৫৮৪৮, ২৪১৫৪১।
কুতুবদিয়া : ২৪৮২৫৪, ২৪৮২৫৭, ২৪৮৮৭৬, ২৪৮২৬৩, ২৪৮০৭৮, ২৫৩৬৪৬, ২৫৩৬৪৯, ২৪৮৭৯৮।
উখিয়া : ২৪৩৪১৭, ২৪৯৬৪২, ২৪৩৪১৮, ২৪৯৩১৮, ২৪৯৮৬৮, ২৪৪০১৮, ২৪৪০১৯, ২৪৩৩১০, ২৪৩৩০৮, ২৪২৯৭৭, ২৪৩৯০৯, ২৪৯৪৬৫, ২৪৩৩১৭, ২৪৩৩০৯।
টেকনাফ : ২৫০৩২০, ২৫০৫৫৭, ২৫০৩১৮, ২৫০৩১৯, ২৪৭১৭৯, ২৫০৮৩৮, ২৫০২২৮, ২৫০২১৯, ২৫০২২০, ২৪৬৯৮৭।
সাধারণ মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নাম্বারগুলো হলো-
কক্সবাজার সদর : ২৩২২৩০, ২৩১৮১৩, ২৩১৭৯০, ২৩১৮৪৩, ২৩১৭৮৪, ২৩১৭৮২, ২৩১৭৮৫, ২৩১৭৯২, ২৩১৭৯৪, ২৩১৮০০, ২৩২৫৫৪, ২৩১৭৯৫, ২৩১৮০৩, ২৩১৮২৮, ২৩১৭৯৭, ২৩১৮২০, ২৩১৮৩৩, ২৩২২৩৭, ২৩২২৪০, ২৩১৮২৯, ২৩১৭৮১, ২৩১২৫৭, ২৩১৮০৮, ২৩২২৩৯, ২৩১৮৩৮, ২৫১৮১৮, ২৩১৮০২, ২৩১৭৯৮, ২৩২২৫৫, ২৩১৮০৯, ২৩১৭৭৭, ২৩১৮৩৭, ২৩১৮১৯, ২৩১৮২৪, ২৩২২৪২, ২৫১৫৩৪, ২৩১৮১৫, ২৩১৮১৬, ২৫১৮২৪, ২৫১৮২০, ২৩২২৪১, ২৩২২১৫, ২৩০৫৯৩, ২৩০৫৮৮, ২৩০৬২৫, ২৩০৫৯১, ২৩০৬৩০, ২৩০৬২২, ২৩২০২৭, ২৩০৬০২, ২৩০৬২১, ২৩০৫৯০, ২৩০৫৮৩, ২৩০৫৯২, ২৩০৬১৭, ২৩৩৩৭৫, ২৩০৫৭২, ২৩০৬১৪, ২৩০৫৮১, ২৩০৬১৯, ২৩০৬৭৮, ২৩৩৩৭৬, ২৩০৬৫৮, ২৩০৫৭৩, ২৩০৬৩৮, ২৩০৬১৫, ২৩০৬১০, ২৩০৮৫৮, ২৩০৫৯৮, ২৩০৬১৩, ২৩০৬৩৪, ২৩০৬৩৯, ২৩০৫৯৪, ২৩০৬০৪, ২৩০৬০১, ২৩০৬৫৭, ২৩০৫৮৫, ২৩০৬৫১, ২৩০৬৫৬, ২৫১৬৬৬, ২৩০৬৭৪, ২৩০৭১০।
রামু : ২৪৫২২০, ২৪৫৫৯২, ২৪৬১৫৯, ২৮৩২৬৭, ২৪৬০০৩, ২৪৫৫৯৫, ২৪৫৫৯৩, ২৪৬১৬০, ২৪৫৩৬৯, ২৪৫৫৯১, ২৪৫৬৮৮, ২৪৫৩৬৮, ২৪৫৩৭০, ২৪৫৫৯৭, ২৪৬১৬১, ২৪৫৫৯৯, ২৮৩২৬৮, ২৪৫৫৯৬, ২৪৬০০৪, ২৪৫৫৯৪, ২৪৬৮৭২, ২৮৩১৫৫, ২৪৪৮৩৮, ২৪৫৫৩০, ২৪৪৮৩২, ২৮৩১৫২, ২৪৪৮৩৬, ২৪৪৮২৮, ২৪৪৮৩৪, ২৪৪৮৩৫, ২৪৫৫৩১, ২৪৪৮৪০, ২৮৩১৫৪, ২৪৬১২৫, ২৪৫৫৪১, ২৪৫৪৯২, ২৪৪৮৪৫, ২৪৫৪৯৩, ২৪৬৩৮৬, ২৪৪৮৪৮, ২৪৫৫৩৬, ২৪৫১৩৭।
চকরিয়া : ২৩৪৭২২, ২৩৮৪৬৬, ২৩৮৪৪৮, ২৩৪৮৯০, ২৩৪৯৩৬, ২৩৪৬৫০, ২৩৪৯১৪, ২৩৮৪৪৯, ২৩৪৯৩৩, ২৩৪৯৪৩, ২৩৪৮৯৪, ২৩৬২১৯, ২৩৪৬৫৭, ২৩৫৮৬৩, ২৩৪৪৭৪, ২৩৮৫১৩, ২৩৪৯৫৪, ২৩৬২১১, ২৩৩৯৪১, ২৩৬৪০২, ২৩৪৬৫২, ২৩৫৮৬৪, ২৩৪৬৫৬, ২৩৬২১৪, ২৩৬৭৪৫, ২৩৪৬৫৩, ২৩৪৯২৪, ২৩৪৯২৮, ২৩৪৮৭৮, ২৩৫০৪৫, ২৩৮০১২, ২৩৮৪৬৯, ২৩৪৬৫৯, ২৩৪৯১৫, ২৩৪৯৭৩, ২৩৪৯২৫, ২৩৪৯২২, ২৩৭৬২৬, ২৩৬৪০৫, ২৩৫৭২৮, ২৩৫০৪২, ২৩৪৬৬৫, ২৩৪৮৯৫, ২৩৬৭৪২, ২৩৬৪০৩, ২৩৪৮৯৩, ২৩৪৯৩০, ২৩৪৯১১, ২৩৮৫০৯, ২৩৭৬২৭, ২৩৪৮৬৪, ২৩৪৮৬৩, ২৩৮৪০০, ২৩৪৭৪৩, ২৩৭১৪১, ২৩৪৭২৭, ২৩৪৭২৯, ২৩৪৭৭৩, ২৩৪৭৬৭, ২৩৪০০৮, ২৩৭১৩৫, ২৩৭১৩৭, ২৩৮৪০৩, ২৩৪৮৫৬, ২৩৪৭৮১, ২৩৪৭৮০, ২৩৬৫৪৯, ২৩৫০৫৮, ২৩৪৭৭৪, ২৩৬৫৩৩, ২৩৮৪১৩, ২৩৬৬৮১, ২৩৮০৪৩, ২৩৪৭৬০, ২৩৮৪৪৪, ২৩৮৪৪৩, ২৩৪৮০১, ২৩৮৪৪২, ২৩৬৩১৭, ২৩৪৭৬৫, ২৩৭১৪৫, ২৩৬৫৩৪, ২৩৭১৪৭, ২৩৬৭২২, ২৩৪৭৫৩, ২৩৬৩১৮, ২৩৪০১০, ২৩৪৭৩৫, ২৩৮০৪৪, ২৩৬৬৮২, ২৩৫৭৩৭, ২৩৭২৭৯, ২৩৭৮৩৯, ২৫৪৪৮৭, ২৩৭১৪৩, ২৩৮০৪০, ২৩৪১৯৫, ২৩৮৪৩২, ২৩৭১৩৯, ২৩৪৭৭৮, ২৩৮৪৩৩, ২৩৪৮০৮, ২৩৮৪৩১, ২৩৩৮৪০।
পেকুয়া : ২৩৯৬৩০, ২৩৯৫৫৮, ২৩৯৫৬০, ২৩৯৮৮৯, ২৫৫১২৭, ২৩৯৫৬৩, ২৫৫১৩০, ২৩৯৫৫৯, ২৫৫৫৭৪, ২৩৯৮৯২, ২৩৯৮৮৮, ২৩৯৫৬৫, ২৫৫১৩৭, ২৩৯৫৭৩, ২৩৯৪২৯, ২৫৪৯৫০, ২৫৪৯৪৯, ২৩৯৪৩০, ২৩৮৮৮১, ২৫৪৯৪৬, ২৩৯৪৩১, ২৩৯৪৩২, ২৩৯৭২১, ২৩৯৭১৭, ২৫৪৯৪৫, ২৩৮৮৮৫, ২৩৯৪২৬, ২৩৮৮৮৩।
মহেশখালী : ২৪২০৮৩, ২৪০৬৮৭, ২৪১২৬১, ২৪০১২৬, ২৪০১৩৪, ২৪০১২৮, ২৪১২৫৬, ২৪১২৬২, ২৪২৪০৬, ২৪১০০০, ২৪২৯৫৪, ২৪১৪৫৪, ২৪০৬৮৯, ২৪০১৩৩, ২৪১৪৬৬, ২৪২২০৯, ২৪২৯৪৫, ২৪১৭৭৬, ২৪১২৫৯, ২৪১৯১৫, ২৪১২৬০, ২৪২০৭৭, ২৪১৬৮৮, ২৪০৯১৩, ২৪১২৫৮, ২৪১৪৫২, ২৪০২৯৭, ২৪০৩০২, ২৪০২৯১, ২৪০৯৩৯, ২৪১৮০৫, ২৪১৯৯৯, ২৪২৪২৮, ২৪১৩৩২, ২৪০২৯৩, ২৪২৪৩১, ২৪১৫৪৭, ২৪১৩৩৩, ২৪১৫৪৬, ২৪১৫৪৪, ২৪২৪৩০, ২৪২৪২৯, ২৪২৪৩২, ২৪২০০১, ২৪১৩৩৪, ২৪১৩৩৫, ২৪১৩২৮, ২৪০৩০৭, ২৪২৪৩৩, ২৪১৫৪৮, ২৪২০১৭, ২৫৫৮৪৭।
কুতুবদিয়া : ২৪৮২৬১, ২৪৮২৫৯, ২৪৮৮৭৫, ২৪৮৪৬৯, ২৪৮৩০৮, ২৪৮৮৭৭, ২৪৮২৬৫, ২৪৮২৭২, ২৪৮৮৭৮, ২৪৮৬৭৩, ২৪৮২৬৭, ২৪৮৩১০, ২৪৮২৯৬, ২৫৪১৭৩, ২৪৮৭৯৭, ২৪৮৯৪৭, ২৪৮০৯২, ২৪৮৭৯৬, ২৪৮৯৫১, ২৫৪১৭৫, ২৫৩৬৪৭, ২৫৩৬৪৮, ২৫৩৬৫৩, ২৪৮০৮৮, ২৫৩৬৫০, ২৪৮৪৯১।
উখিয়া : ২৪৯৩১৭, ২৪৯৬৪১, ২৪৪০২১, ২৪৯৩১৯, ২৪৯৬৪৪, ২৪৩৪২০, ২৪৯৬৪৩, ২৪৪০২০, ২৪৯৮৭২, ২৪৪৫৯৪, ২৪৪০২৩, ২৪৩৪২২, ২৪৪৫৯৩, ২৪৩৪২৩, ২৪৩৪১৯, ২৪৪৭৩১, ২৪৪০২২, ২৪৩৪১৬, ২৪৪০২৫, ২৪৪৭২৯, ২৪৯৮৭৫, ২৪৩৪২৭, ২৪৩৪২৬, ২৪৯৮৭৮, ২৪৪৬৭৬, ২৪৩৩১৩, ২৪৯৪৬৭, ২৪৯১৭৫, ২৪৯১৭২, ২৪২৯৭৬, ২৪৩৯১৩, ২৪৪৬৭৫, ২৪৩৩১১, ২৪৪৬৭৭, ২৪৩৩১৪, ২৪৩৯১০, ২৪৯৪৬৮, ২৪৩৩২১, ২৪২৯৭৮, ২৪৪৬৭৮, ২৪৩৩১২, ২৪৩৩১৫, ২৪২৯৮০, ২৪২৯৭৯, ২৪৩৯১১, ২৪৯১৮০, ২৪৯১৭৬, ২৪৩৯১৪।
টেকনাফ : ২৪৭৪৯৩, ২৪৭৪৯৪, ২৫০৮৯৫, ২৫০৫৫৫, ২৫০৫৫৬, ২৫০৯৮৬, ২৫০৮৯৮, ২৫০৯০৭, ২৫০৯৮৩, ২৫০৩২৮, ২৫০৮৯৭, ২৫০৩২২, ২৪৭৬১০, ২৫০৫৫৮, ২৫০৫৬৫, ২৫০৬৫০, ২৪৭৮০০, ২৪৭৪৬৮, ২৪৭৭৯৯, ২৫০২২৫, ২৫০৭১৪, ২৪৭৪৭৩, ২৪৭৪৭২, ২৪৬৯৮৯, ২৫০৭১৫, ২৪৭৪৭১, ২৫০৭৯১, ২৫০২২১, ২৫০৫৯৬, ২৪৭৪৭৪, ২৫০২১৮, ২৫০৭১৩।
উল্লেখ্য, ট্যালেন্টপুলে ৪৫০ টাকা ও সাধারণ মেধাবৃত্তিতে ৩০০ টাকা করে মাসিক হারে এবং বার্ষিক ট্যালেন্টপুলে ৫৬০ টাকা ও সাধারণ মেধাবৃত্তিতে ৩৫০ টাকা করে ২ বছর এ টাকা পাবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবেন। সরকারি অনুদানপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন দাবি করা হলে ঐ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।