“অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন” প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালন করা হয়েছে। দেশের অন্যান্য স্থানের মত কক্সবাজারেও পালিত হয়েছে দিবসটি। প্রতি বছর ১৪ নভেম্বর সারা বিশ্বে ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির জন্য দিনটি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। জাতিসংঘ এই দিবসকে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এ দিবসটিকে সরকারিভাবে উৎযাপনের জন্য স্বীকৃতি দিয়েছেন।
প্রতিবারের মতো এবারও কক্সবাজার ডায়াবেটিক সমিতি পরিচালিত ডায়াবেটিক হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং র্যালি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে এই দিবসটি পালন করা হয়। গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও সেবা দেওয়া হয়। গতকালের ফ্রি মেডিকেল ক্যাম্পে চার শতাধিক ডায়াবেটিক রোগি সেবা গ্রহন করেন। সেবা গ্রহনকারিদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশী।
এর আগে সকালে এক বর্ণাঢ্য র্যালী হাসপাতাল চত্বর থেকে বের করা হয়। কক্সবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ ও সমিতির অন্যান্য সদস্য যথাক্রমে এডভোকেট পীযুষ কান্তি চৌধুুরী, সাংবাদিক বদিউল আলম, এজাজুল ওমর চৌধুরী, আবু জাফর সিদ্দিকী, এডভোকেট রেজাউল করিম, নুরুল কবির, এস,এম নজরুল ইসলাম, রাজবিহারী চৌধুরী, আবু নাসের চৌধুুরী, একেএম মাহতাবুল ইসলাম, শিহাব সরওয়ার সাদী সহ ডায়াবেটিস সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ গ্রহন করেন।
হাসপাতালের মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন কক্সবাজার ডায়াবেটিক হাসপাতালের জেষ্ট্য মেডিকেল অফিসার ডাঃ এম, নকরেক, ডাঃ মোহাম্মদ মুসা ও ডাঃ আই,ই রুমানা আফরোজ। সেই সাথে বহুজাতিক ঔষুধ কোম্পানী নভোনরডিক্স, এসিআই, স্কয়ার, ড্রাগ ইন্টারন্যাশন্যাল, এস-কে-এফ, একমি ল্যাবরেটরিজ, পপুলার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ইলাই লিলি, অপসোনিন, ইউনিমেট-ইউনিহেলথ, নিপ্রোজেএমআই ফার্মা,হোয়াইট হর্স, এলিকো ফার্মা, কেমিকো, ইনসেপটা ও প্যাসিফিক সহ বিভিন্ন কোম্পানীর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহনকারীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।