
নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার পৌরসভার নির্বাচনের প্রতিক নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমে পড়েছে ৫ মেয়র সহ ৭৭ প্রার্থী। শুক্রবার (২৬ মে) প্রতিক বরাদ্দ পাওয়ার পর পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে এসব প্রার্থী।
ঘোষিত তফশিল মতে শুক্রবার ৫ মেয়র প্রার্থী, সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ৪ ওয়ার্ডে ১৬ নারী কাউন্সিলর প্রার্থী, ১২ টি সাধারণ ওয়ার্ডের ৫৬ কাউন্সিলর প্রার্থীকে প্রতিক বরাদ্ধ দেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।
তিনি জানিয়েছেন, নিয়ম মতে ৭৭ প্রার্থী প্রতিক পেয়েছেন। এখন যেন আচরণবিধি মেনে প্রচারণা চালান। আগামি ১২ জুন পৌরসভার ৪৩ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, মেয়র পদে আওয়ামীলীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে নৌকা প্রতিক, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে নারকেল গাছ প্রতিক, তাঁর স্ত্রী জোসনা হককে মোবাইল প্রতিক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়–য়াকে হেলমেট প্রতিক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমানকে হাত পাখা প্রতিক পেয়েছেন।
একই সঙ্গে ৪ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৬ জন নারী কাউন্সিলর প্রার্থী ও ১২ টি ওয়ার্ডে ৫৬ কাউন্সিলর প্রার্থীকে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে।
একই সঙ্গে ৪ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৬ জন নারী কাউন্সিলর প্রার্থী ও ১২ টি ওয়ার্ডে ৫৬ কাউন্সিলর প্রার্থীকে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।

কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।