১৬ এপ্রিল, ২০২৫ | ৩ বৈশাখ, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার পৌরসভা রাস্তা ও নালা নির্মাণ শুরু

?

বিশেষ প্রতিবেদক:
১১৪ কোটি টাকার ব্যায়ে কক্সবাজার পৌরসভার নতুন করে রাস্তা নালা নির্মাণের কাজ শুরু হয়েছে। সাহিত্যিকা পল্লীর পল্লনকাটা থেকে সমিতিবাজার এবং আলীরজাহালের ছনখোলা ঘাট থেকে এসএমপাড়া মসজিদ পর্যন্ত সড়ক ও নালা নির্মাণ কাজের উদ্ধোধনের মধ্যে দিয়ে ওই প্রকল্পের কাজ শুরু হয়। ইউআইআইজিপি ৩ প্রকল্পের মধ্যে প্রথমধাপে ৬০ কোটি টাকার টেন্ডার হয়েছে। বাকি ৫৪ কোটি টাকার টেন্ডার ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃস্পতিবার বিকালে কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি এই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ধোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, ইউআইআইজিপি ৩ প্রকল্পের আওতায় ১১৪ কোটি টাকার কাজ শুরু হয়েছে। ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ৫০০ কোটি টাকার কাজ হবে। তিনি আরও বলেন, আগামী ১৫ জানুয়ারী ৪৩ কোটি টাকার ট্রেন্ডার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে।
ইউজিআইআইপি-৩ প্রকল্প সূত্র জানায়, ১৭ কোটি টাকা ব্যয়ে ওই সড়ক দুটি নির্মিত হবে। এরমধ্যে ছনখোলা ঘাট টু এসএমপাড়া মসজিদ পর্যন্ত সড়কটি দের্ঘ্য ২৫৩০ মিটার । এরমধ্যে ১০ টি এক্স আকৃতির ব্রীজ, ১৫০ মিটার রিটানিং ওয়াল এবং ১৭৫ মিটার প্লাসিডিং ও ১০০ মিটার মিটার ইউসিসি ড্রেণ নির্মাণ করা হবে। এছাড়া পল্লনকাটা থেকে সমিতিবাজার ১৩৬৬ মিটার দীর্ঘ সড়কের সাথে ৯৯০ মিটার ইউ ড়্রনে ও ৪ টি এক্স আকৃতির ড্রেন এবং ২টি বক্স কালভার্ট নির্মাণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।