১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা

সংবাদ বিজ্ঞপ্তি;

কক্সবাজার পৌরসভার উন্নয়নে আরবান ডেভেলপমেন্ট সিটি গভর্নমেন্ট প্রজেক্ট (ইউডিসিজিপি)’র আওতায় গুরুত্বপূর্ণ আরো তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। ৩০ এপ্রিল বিকালে এই উপলক্ষে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় সভাপতিত্বে করেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এই সময় পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কস্তুরাঘাট এলজিইডি ব্রীজ হতে বিমানবন্দর সড়ক পর্যন্ত সড়ক ও ব্রীজ নির্মাণ কাজের জন্য পিএম ইউ, ইউডিসিজিপি, এলজিইডি এবং কক্সবাজার পৌরসভার মেয়রের মধ্যে ডেফিনিট প্ল্যান (পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনা) স্বাক্ষরিত হয়েছে। রাস্তা ও দুটি ব্রীজ নির্মাণ করা হবে। এছাড়া কক্সবাজার পৌরসভাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণের জন্য প্রাথমিক নকশা এবং সুগন্ধা পয়েন্ট হতে কলাতলী বেলী হ্যাচারী মেরীণ ড্রাইভ সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের প্রাথমিক নকশা জেলা পর্যায়ের স্টেক হোল্ডারদের উপস্থাপন করা হয়েছে।
সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাজাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মোঃ রাশেদ উন নবী, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মোস্তফা মুন্সী, সহকারী প্রকৌশলী সোহেল রানা, পর্যটন হোটেল শৈবালের ব্যবস্থাপক হারুনুর রশীদ, ইউডিসিজিপি’র টিম লিডার রেমন্ড গারমি ও গো, মেজবাহ উল আলম, নাসিরুল আলম, নাসির উদ্দিন, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও সহকারী প্রকৌশলী রুমেল বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।