২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

কক্সবাজার পৌরসভার স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ বিষয়ক সমন্বয় সভা


কক্সবাজার পৌরসভার স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ এর সভাপতিত্বে বুধবার (৪ জানুয়ারী) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরওয়ার মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেরাজ আহমদ, ইউএনএফপিএ’র প্রতিনিধি ডা. কাজী মামুন হোসাইন, পৌর কাউন্সিলর মনজুমন নাজার মনজু, চম্পা উদ্দিন, এসআইএম আকতার কামাল, ছালামত উল্লাহ বাবুল, এক্সপাউরুলের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার কানন পাল প্রমুখ।
তারা বলেন, যারা স্বাস্থ্যসেবা পাচ্ছেনা বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠির মাঝে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেয়া হবে। সেবামূলক কমিটি গঠনের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে পৌর এলাকার প্রতিটি ঘরে পৌঁছিয়ে দেয়া হবে। বক্তারা এরই মাধ্যমে আগামীতে কক্সবাজারকে মডেল পৌরসভায় রূপান্তর হবে মনে করেন।
মূলতঃ বেসরকারী উন্নয়ন সংস্থার সাথে সমন্বয় করে পৌরসভার স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে সভাটির আয়োজন করে কক্সবাজার পৌরসভা। সূর্যের হাসি ক্লিনিকের সহযোগিতায় সমন্বয় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন এফডিএসআর এর জেলা সমন্বয়ক মোহাম্মদ ইসা।
বিকশিত নারী নেটওয়ার্ক এর সভাপতি কবি শামীম আরার পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সেনিটারী ইন্সপেক্টর তরুণ বড়–য়া, সূর্যের হাসি ক্লিনিকের প্রকল্প পরিচালক শেখ নজরুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি অজিত নন্দি, এফপিএবি প্রতিনিধি মো. ইকবাল, মেসি স্টোপস এর সুজন বড়–য়া, গণস্বাস্থ্যের জোনাব আলী, সার্ভপ এর আবিদ রহমান, ওয়ার্ল্ড ভিশনের মঈনুল ইসলাম। এছাড়া ইপসা, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, নোঙরসহ বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।