২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কক্সবাজার ফিশারঘাট অবতরণ কেন্দ্রের ভবন হেলে পড়েছে

 Cox's Bazar Fishery Ghat

 কক্সবাজার শহরের ফিশারীঘাট অবতরণ কেন্দ্রের ভবনটি বাঁকখালী নদীর দিকে হেলে পড়েছে।

ভবনটির উত্তরের অংশ সোমবার রাত আটটার দিকে পূর্বের দিকে হেলে যায়।

স্থানীয়রা জানান, এ ঘটনায় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃংখলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। একই সঙ্গে ভবনের পাশ থেকে ট্রলার ও অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেওয়া ও ভবনের কিনারে লোকজন না যাওয়ার জন্য নিদের্শ প্রদান করা হয়েছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ জানান, ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ভবনটি রাতের মধ্যে নদীতে ধ্বসে পড়তে পারে। কারণ রাতে জোয়ারের পানির উচ্চতা বাড়বে। ফলে স্রোতের টানে তা নদীর গভীরে তলিয়ে যেতে পারে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন কর্মকর্তা আবদুল মজিদ জানান, তারা ভবনটি নিয়ে কি করা যায় তা দেখছেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানান।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শরীফুল ইসলাম জানান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক কক্সবাজারের এই মৎস্য অবতরণ কেন্দ্রের এ ভবনটি ১৯৮৮ সালে নিমার্ণ করা হয়েছিল। এ ভবনটিকে কেন্দ্র করে কক্সবাজারের সকল প্রকার মাছ ধরার ট্রলার থেকে মাছ খালাস করা হতো। ২০১২ সালে বর্ষায় নদীর স্রোতের আঘাতে ভবনটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। তখন থেকে এটি ঝুঁকিপূর্ণ হলেও তার সকল কার্যক্রম চলে আসছিল। পরবর্তীতে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এদিকে, সোমবার তা হেলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন  বলেন, ‘বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাতের মধ্যে এটি ধ্বসে পড়লে করার কিছু নেই।’

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।