২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কক্সবাজার বাণী সম্পাদকের পুড়ে যাওয়া বাড়ী পরিদর্শনে বিশিষ্টজনরা

Faridul alam shahin (2)
ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দৈনিক কক্সবাজার বাণী’র ভারপ্রাপ্ত সম্পাদকের বাড়ী পরিদর্শন করেছেন জেলার বিশিষ্টজনরা। ১০ মার্চ রাত থেকে বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সাংবাদিক ফরিদুল আলম শাহীনের বাড়ি দেখতে ছুটে যান জেলার বিশিষ্টজনরা।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্থের বাড়ি দেখতে যায় সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম, উদীচি জেলা শাখার সভাপতি ও দৈনিক বাকঁখালীর নির্বাহী সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ মুজিবুর রহমান খোকা, কক্সবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি এম.আর খোকন, কক্সবাজার রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক শফি উল্লাহ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক নুপা আলম, সদস্য নেচার আহম্মদ, শংকর বড়–য়া রুমি, একুশে টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল আজিজ, ঢাকা উত্তরা মডেল হাই স্কুলের সাবেক অধ্যক্ষ আকতার আহম্দ, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম বাকি বিল্লাহ, মাষ্টার রুহুল আমিন, তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল শ.ম তারেক। কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক আবদুল মজিদ, জেলা ছাত্রনেতা আলিফ উজ জামান শুভ, জাহিদ হোসেন জীবন, কক্সবাজার বাণী পত্রিকার বার্তা প্রধান সরওয়ার আজম মানিক, যুগ্ম বার্তা সম্পাদক এস.পি.এস পলাশ, ঈদগাঁও অফিস প্রধান গিয়াস উদ্দিন, এশিয়ান হিউম্যান রাইটস ফাউন্ডেশন আবদুচ সালাম, মহেশখালী স্টাফ রিপোর্টার আমিনুল হক, স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম, নাইক্ষংছড়ি স্টাফ রিপোর্টার এম. জাহাঙ্গীর আলম, রামু স্টাফ রিপোর্টার মোহাম্মদ কামাল, লামা প্রতিনিধি মোস্তফা কামাল, পৌর প্রতিনিধি আ.হ.ম সোহেল, আদালত প্রতিবেদক সায়েম বিন আতাহার, সদর প্রতিনিধি রিয়াজ, টার্মিনাল প্রতিনিধি মো: সোহেল, সুপারভাইজার হোছাইন শরীফ সোহেল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ভারপ্রাপ্ত সম্পাদকের খোঁজ খবর নেয় কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১০ মার্চ রাত ৯ টার দিকে দক্ষিণ মুহুড়ি পাড়া বিসিক সংলগ্ন এলাকায় অবস্থিত কক্সবাজার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদকের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুনে পুড়ে যায়, বাড়ীর ব্যবহার্য্য টিভি, ফ্রিজ, আসবাব পত্র, নগদ টাকা, মূল্যবান কাগজপত্র ও স্বর্ণালংকার। তবে ভাগ্যক্রমে অক্ষত রয়েছে পরিবারের সদস্যরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। দেড় ঘন্টার আগুনে বাড়ীর সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সহকর্মী ও এলাকার লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। অগ্নিকান্ডের ঘটনার পর থেকে সম্পাদক ফরিদুল আলম শাহীন বাকরুদ্ধ রয়েছে। এদিকে অগ্নিকান্ডে ক্ষতি পরিমাণ ৩৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।