১৬ এপ্রিল, ২০২৫ | ৩ বৈশাখ, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার-মহেশখালীতে দু’লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ: ৯ জেলেকে দন্ড

বিশেষ প্রতিবেদকঃ সাগর ও নদ-নদীর মৎস্য সম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ বিভিন্ন প্রকার জাল নির্মূলে উপকূলীয় জেলাসমূহে অভিযান চলছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ‘সম্মিলিত বিশেষ অভিযান-২০১৮’ পরিচালনার জন্য গঠিত জেলা টাস্কফোর্স কমিটি ১৫ জানুয়ারী থেকে কক্সবাজারেও অভিযান শুরু করেছে। এর আওতায় মঙ্গলবার কক্সবাজার ও মহেশখালীতে সাড়ে দশ লাখ টাকা মূল্যের ২ লাখ মিটারেরও বেশী অবৈধ বেহুন্দিজাল, কারেন্টজাল এবং চরজাল জব্দ করা হয়েছে। এসময় জালসহ আটক ৯ জেলের প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কক্সবাজার মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, মহেশখালী উপজেলা প্রশাসন ও বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

কক্সবাজারে অভিযানে নেতৃত্ব দানকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (সদর) ড. মঈন উদ্দীন আহমদ বলেন, অপারেশনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে শহর সংলগ্ন বাঁকখালী নদীর বিভিন্ন পয়েন্ট, মোহনা, নাজিরারটেক-সোনাদিয়া চ্যানেল ও মহেশখালী চ্যানেলে অভিযান শুরু হয়। দিনব্যাপী এ অভিযানে সোনাদিয়া সাগর চ্যানেল ও নাজিরারটেক চ্যানেলের বিভিন্ন পয়েন্টে চলাচলকারী ফিশিং বোট তল্লাশী করে বড় আকারের ২ টি চরজাল ও ৯টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এসময় চেক করা হয় বিভিন্ন ফিশিং বোটের লাইসেন্সও। জব্দকৃত জাল বিকালে কক্সবাজার ৬ নং ঘাটের অদুরবর্তী চর এলাকায় জনসমক্ষে পুড়িয়ে নষ্ট করা হয়।

মৎস্য অধিদপ্তরের উপ-প্রধান ফেরদৌস আহমেদ ও জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবদুল আলীম এসময় উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড কক্সবাজার ষ্টেশনের পেটি অফিসার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বাধীন কোস্টগার্ড ফোর্স ও মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

এদিকে উপরোক্ত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে মহেশখালীতেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু‘লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছাবেদুল হক। গোরকঘাটা জেটিঘাট থেকে এসব জালসহ ৯ জেলেকে আটক করে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল কালাম। পরে বিকালে উপজেলা চত্বরে জনসমক্ষে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

উভয় অভিযানে জব্দ ও ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য সাড়ে দশ লক্ষ টাকা হবে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবদুল আলীম বলেন, সাগরের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।