২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

কক্সবাজার শহর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

tmp_7931-jcd-picture-442099600৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহাসমাবেশে বাধা প্রদানের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজার শহর ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বার্মিজ মার্কেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কক্সবাজার শহর ছাত্রদলের আহবায়ক মোঃ ইলিয়াছ এর সভাপতিত্বে ও সিঃ যগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রিপন এর পরিচালনায় মিছিলোত্তর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আলম, শহর ছাত্রদল যুগ্ম আহবায়ক কানন বড়–য়া, আব্দুল্লাহ আল মামুন রিয়াদ, নুরুল আনছার, কাইছার ফারুক, জিয়াউল হক বাবু, সিটি কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান, ক্যাম্পাস সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাহেদ, রামু উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, শহর ছাত্রদল নেতা তাইসাদ সাব্বির, মোস্তফা কামাল রিফাত, ওসমান সরওয়ার, নাজির হোসেন, মোস্তাফিজুর রহমান, মাহবুবুর রহমান, ফরহাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন জনপ্রিয়তায় তলানীতে থাকা আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এ জন্য তারা বিরোধী দলের সভা সমাবেশে বাধা দেয়ার মাধ্যমে বাকশাল শাসন কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রজনতার ঐক্যবদ্ধ অংশ গ্রহণে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় ভুমিকা পালন করে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।