২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

কক্সবাজার শহর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মহান ২১শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচন সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী কক্সবাজার শহর। ২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে শহর জামায়াতের এসিষ্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ মুহসিনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী শামসুল আলম বাহাদুর, আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলহাজ¦ ফরিদুল আলম, মাওলানা নুরুল হুদা, ডাঃ বদিউল আলম, সোহেল মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী শামসুল আলম বাহাদুর বলেন, ৫২ এর মহান ভাষা আন্দোলনের পথ ধরেই আসে স্বাধীনতা যুদ্ধ। রক্ত দিয়েই ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ উভয়টিতেই বিজয় অর্জন করেছে জাতি। কিন্তু সেই বিজয়কে ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র থেমে নেই। চলছে জাতিকে বিভক্ত করার ভয়ঙ্কর খেলা। ভাষা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার অপচেষ্টা চালানো হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, সেদিন ভাষা আন্দোলনের ইসলামপন্থীরা বিশেষ অবদান রেখেছিলেন। ইসলামী আদর্শে উজ্জিবিত ”তমদ্দুন মজলিসই” এ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। অধ্যাপক গোলাম আযম ছিলেন এ আন্দোলনের অগ্রসৈনিক। তিনি ভাষার দাবিতে মানপত্রও পাঠ করেছিলেন। তিনি ডাকসুর নির্বাচিত জি এস থাকলেও রাজনৈতিক সংকীর্ণতার কারণে ডাকসুর নাম ফলক থেকে তার নাম মুছে ফেলা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নিমর্ম ও অমানবিক নির্যাতনে কারারুদ্ধ অবস্থায় এই ভাষাসৈনিক মৃত্যুবরণ করেন। সরকার প্রতিহিংসা বশতই ভাষা আন্দোলনের কৃতিত্ব থেকে অধ্যাপক গোলাম আযমকে বঞ্চিত করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত। কিন্তু ভাষা আন্দোলনকে নিয়ে আওয়ামী লীগ ও একশ্রেণীর বুদ্ধিজীবীর নিকৃষ্ট মিথ্যাচার দেশপ্রেমী জনতা কখনোই মেনে নেবে না বরং ইতিহাসই প্রকৃত ভাষা সৈনিকদের মর্যাদা নিশ্চত করবে।

৫২ এর বিজয়ী জাতি আজ ষড়যন্ত্রকারীদের গণহত্যা, খুন, গুম, হামলা, মামলা, নির্যাতনের শিকার। চলছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার ষড়যন্ত্র। কিন্তু দেশ ও ইসলাম বিরোধী এ ষড়যন্ত্র ইসলাম প্রিয় জনতা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়নি। আগামীতে দেশ ও ইসলাম বিরোধী যে কোন ষড়যন্ত্র ভাষা দিবসের চেতনায় উজ্জ্বীবিত হয়ে রুখে দিতে জনগণকে এগিয়ে আসতে হবে। ভাষা আন্দোলনের প্রেরনায় উজ্জীবিত হয়ে জনগনের বাক স্বাধীনতা ও গনতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। আলোচনা সভা শেষে, ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।